বাংলাদেশে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পোপের শোক
Published: 22nd, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। আজ মঙ্গলবার পাঠানো এক টেলিগ্রামে এই শোক জানিয়েছেন তিনি। বার্তায় পোপ বলেন, এ ঘটনা তাঁকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে।
পোপের পাঠানো ওই শোকবার্তায় ভ্যাটিকানের হোলি সি সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সই রয়েছে। বার্তায় বলা হয়, পোপ লিও ‘নিহতদের সর্বশক্তিমানের করুণাময় ভালোবাসার কাছে সমর্পণ করছেন।’
শোকবার্তায় বলা হয়, নিহত ব্যক্তিদের ‘শোকাহত পরিবার ও বন্ধুরা যেন সান্ত্বনা লাভ করেন এবং আহতরা যেন আরোগ্য ও প্রশান্তি পান, সে জন্য প্রার্থনা করেছেন’ পোপ। বার্তায় আরও বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনায় প্রভাবিত সবার এবং সমগ্র স্কুলপরিবারের শান্তি ও শক্তির জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করেছেন’ পোপ লিও।
গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এ ঘটনায় সারা দেশে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঘটন য়
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন