ইন্টার মায়ামিতে এবার ‘দেহরক্ষী’ দি পলকেও পেলেন মেসি
Published: 26th, July 2025 GMT
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আজ বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
দি পল মায়ামিতে মেজর লিগ সকার (এমএলএস) ২০২৫ মৌসুমের জন্য ধারে যোগ দেবেন। তবে এই চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে ধরে রাখার সুযোগও আছে। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতেলতিকো মাদ্রিদে যোগ দেন দি পল।
লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন দি পল। মেসির সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবলপ্রেমীদের মাঝে বেশ আলোচিত। দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময় মেসির ঢাল হয়ে দাঁড় হওয়ার কারণে তাঁকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলেও ডাকেন। এবার সেই ‘দেহরক্ষী’র সঙ্গেই মায়ামির হয়ে জুটি বাঁধবেন মেসি।
আরও পড়ুনযে রঙের জন্য দি পল খুন করতে পারেন ২৩ মার্চ ২০২৫মেসির ‘দেহরক্ষী’র পাশাপাশি দি পল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদেরও একজন। মাঠ ও মাঠের বাইরে নিরলস পরিশ্রমের কারণে তাঁকে ‘এল মোটরসিতো’ বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয়।
মায়ামি জানিয়েছে, পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে মায়ামির অনুশীলনে যোগ দেবেন দি পল। পাশাপাশি চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।
মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় দি পল বলেছেন, ‘আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো, লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে।’
আরও পড়ুনকথা না বলেও মেসির চাওয়া বুঝতে পারেন ‘দেহরক্ষী’ দি পল২৭ ডিসেম্বর ২০২৩মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সে একজন বিশ্ববিজয়ী খেলোয়াড়। তার আকাঙ্ক্ষা ও আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে। আমরা একসাথে এই লক্ষ্য অর্জনে উন্মুখ।’
মায়ামির সহ-মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা, যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে আমি রোমাঞ্চিত।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ট র ম য় ম ত দ হরক ষ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন।
শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।