আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। আজ বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

দি পল মায়ামিতে মেজর লিগ সকার (এমএলএস) ২০২৫ মৌসুমের জন্য ধারে যোগ দেবেন। তবে এই চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে ধরে রাখার সুযোগও আছে। এর আগে ২০২১ সালে উদিনেস থেকে আতেলতিকো মাদ্রিদে যোগ দেন দি পল।

লিওনেল মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন দি পল। মেসির সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টিও ফুটবলপ্রেমীদের মাঝে বেশ আলোচিত। দুজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময় মেসির ঢাল হয়ে দাঁড় হওয়ার কারণে তাঁকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলেও ডাকেন। এবার সেই ‘দেহরক্ষী’র সঙ্গেই মায়ামির হয়ে জুটি বাঁধবেন মেসি।

আরও পড়ুনযে রঙের জন্য দি পল খুন করতে পারেন ২৩ মার্চ ২০২৫

মেসির ‘দেহরক্ষী’র পাশাপাশি দি পল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদেরও একজন। মাঠ ও মাঠের বাইরে নিরলস পরিশ্রমের কারণে তাঁকে ‘এল মোটরসিতো’ বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয়।

মায়ামি জানিয়েছে, পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে মায়ামির অনুশীলনে যোগ দেবেন দি পল। পাশাপাশি চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে দি পলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।

মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় দি পল বলেছেন, ‘আমার ইন্টার মায়ামিতে আসার পেছনে কারণ হলো, লড়াই করা, শিরোপা জেতা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি বড় কিছুতে পরিণত হতে যাচ্ছে, যার ইতিহাসও অনেক দীর্ঘ হবে। অসংখ্য মানুষ এই অসাধারণ দলকে অনুসরণ করবে।’

আরও পড়ুনকথা না বলেও মেসির চাওয়া বুঝতে পারেন ‘দেহরক্ষী’ দি পল২৭ ডিসেম্বর ২০২৩

মায়ামির মালিক হোর্হে মাস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি দল গঠন করা যা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। রদ্রিগোর মতো একজন খেলোয়াড়কে দলে নিতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। সে একজন বিশ্ববিজয়ী খেলোয়াড়। তার আকাঙ্ক্ষা ও আমাদের লক্ষ্যের মধ্যে মিল রয়েছে। আমরা একসাথে এই লক্ষ্য অর্জনে উন্মুখ।’

মায়ামির সহ-মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, আমি বহু বছর ধরে যার গুণমুগ্ধ। তিনি একজন নেতা, যিনি তার দলকে অনেক কিছু দিয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলকে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে আমি রোমাঞ্চিত।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র ম য় ম ত দ হরক ষ

এছাড়াও পড়ুন:

কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস

খুলনা থেকে চট্টগ্রাম যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই আসার পর হঠাৎ বাসটি ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যানের পেছনে। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হন বাসের দুই যাত্রী। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খৈয়াছড়া ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বাসচালক। তাই বাসটি নিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেন তিনি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনের আসনে আটকে ছিলেন। বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আহত দুজন হলেন আনোয়ার হোসেন (২৮) ও মো. রায়হান ইসলাম (৩৮)। তাঁদের মধ্যে খুলনার বাসিন্দা আনোয়ারকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মো. রায়হান ইসলাম নৌবাহিনীতে কর্মরত। তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম নগরে নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশের একটি গ্যারেজে কাজ করছিলেন মো. শামসুল আলম। তিনি বলেন, মহাসড়কের পাশে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন একটি কাভার্ড ভ্যানের পেছনে বাস ধাক্কা দিয়েছে। বাসের ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের বাস থেকে নামিয়ে আনেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। তবে একজন বাসে আটকে থাকায় বাসিন্দাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে। আহত দুজনই বাসের সামনের দুটি আসনের যাত্রী বলে জানান শামসুল আলম।

দুর্ঘটনাকবলিত বাসটি নিউ বলেশ্বর পরিবহনের বলে জানান উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের দলনেতা হায়াতুন্নবী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আটকে পড়া এক যাত্রীকে অনেক কষ্টে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর ডান পায়ের নিচের অংশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অপর ব্যক্তিকে আমরা আসার আগেই স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। যাত্রীরা জানিয়েছেন, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় আহত যাত্রীদের একজনের অবস্থা গুরুতর। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে নিয়েছি। তবে বাসের চালক দুর্ঘটনার পরেই সটকে পড়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • আমির খানের বাসায় একসঙ্গে ২৫ পুলিশ কর্মকর্তা, উঠছে নানা প্রশ্ন