ভোলার লালমোহনে আমাদের বাড়ি। সমুদ্রপাড়ের মানুষই বলা যায়। তারপরও ২০১৩ সালের আগে কোনো দিন গভীর সমুদ্রে যাইনি। সমুদ্রে যাওয়ার প্রথম দিনটা তাই আজও ভুলতে পারি না। ভীষণ উত্তেজনা নিয়ে চট্টগ্রাম মৎস্য বন্দর থেকে জাহাজে উঠেছিলাম। পুরো পথ ঘুমাইনি। অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ছিলাম। প্রথম যখন জাল ফেলা হলো, তাতে কী কী মাছ ওঠে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম। ৪ ঘণ্টা পর তোলা হলো। দৌড়ে গিয়ে দেখলাম পোয়া, লইট্টা, রূপচাঁদাসহ নানা জাতের মাছ। তারপর প্রায় এক যুগ পার হয়ে গেছে, এখনো সেই একই আগ্রহ নিয়ে সমুদ্রে যাই। জাল টেনে তোলার পর কাছে গিয়ে দেখি, কী মাছ উঠল।

এই দেখতে দেখতেই ২০২১ সালের দিকে মনে হলো আমার ভালো লাগাটা অন্যদেরও জানাই। কয়েকজন নাবিকের ভিডিও দেখে এই আগ্রহটা জন্মেছিল। তাঁরা সমুদ্রজীবনের গল্প বলতেন। আমিও শুরু করলাম। সমুদ্রে সূর্যাস্ত, আমাদের জাহাজের পাশ দিয়ে চলে যাওয়া ফিশিং জাহাজ বা ট্রলার, সমুদ্রে আকাশে মেঘ জমলে, জালে বড় কোনো মাছ ধরা পড়লে ভিডিও করতাম। ভিডিও করতে করতে নিজের ভালো লাগা–মন্দ লাগাও বলতাম। মোবাইল নেটওয়ার্ক পেলে এসব আবার আপলোড করতাম। শুরুতে অত কিছু বুঝতাম না। ভিডিওর সঙ্গে নানা গান যোগ করে ‘ফিশিং ভেসেল বিডি’ নামে পেজে দিতাম। এসব কপিরাইটেড গান ব্যবহারের কারণে একসময় আমার পেজ রেস্ট্রিকটেড করে দেয় ফেসবুক। মনিটাইজেশন শুরু হয়েছিল, সেটিও বন্ধ হয়ে যায়।

এরপরই ‘বিডি ফিশারম্যান’ পেজটা খুলি। এই পেজেই এখন ভিডিও আপলোড করি। এখান থেকে মাসে ৪০–৫০ হাজার টাকা আয় হয়। আস্তে আস্তে ফেসবুকের অনেক কিছুই বুঝতে শিখেছি।

মাছ নিয়েই কাটে জাহাজজীবন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ