বিতর্কটা পুরোনো। কেভিন পিটারসেন সেটাই আবার তুললেন নতুন করে। বোলার বিচারে এখনকার ব্যাটিং নাকি ২০–২৫ বছর আগে—কোন সময়ের ব্যাটিং বেশি সহজ ছিল? পিটারসেনের আন্তর্জাতিক অভিষেক ২১ বছর আগে। নিজের সময়ের ব্যাটিংটাই ইংল্যান্ড কিংবদন্তির কাছে বেশি কঠিন মনে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিটারসেনের এক্স হ্যান্ডলে আজ এ নিয়ে পোস্ট করা হয়, ‘আমার কথা শুনে রেগে যাবেন না, কিন্তু ২০–২৫ বছর আগের তুলনায় এখন ব্যাটিং অনেক সহজ। তখন (ব্যাটিং) দ্বিগুণ কঠিন ছিল।’

আরও পড়ুনটেন্ডুলকারকে কবে ছাড়িয়ে যেতে পারবেন রুট৫ ঘণ্টা আগে

পিটারসেন একই পোস্টে দুই দশক আগের কয়েকজন কিংবদন্তি বোলারের নাম জুড়ে দেন, ‘ওয়াকার, শোয়েব, আকরাম, মুশতাক, কুম্বলে, শ্রীনাথ, হরভজন, ডোনাল্ড, পোলক, ক্লুজনার, গফ, ম্যাকগ্রা, লি, ওয়ার্ন, গিলেস্পি, বন্ড, ভেট্টোরি, কেয়ার্নস, ভাস, মুরালি, কার্টলি, কোর্টনি এবং এই তালিকা শুধু লম্বাই হবে.

..।’

পিটারসেন এই পোস্টেই তাঁর অনুসারীদের কাছে একটি প্রশ্ন রাখেন, ‘আমি ওপরে ২২ জনের নাম বললাম। অনুগ্রহ করে আধুনিক সময়ে আমাকে এমন ১০ জন বোলারের নাম বলুন, যাঁদের ওপরের নামগুলোর সঙ্গে তুলনা করা যায়।’

ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের হয়ে ২০০৪ সালে আন্তর্জাতিক অভিষেক পিটারসেনের। পরের বছর অভিষিক্ত হন টেস্ট ও টি–টোয়েন্টিতে। ২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলা পিটারসেন পেশাদার ক্রিকেট ছাড়েন ২০১৮ সালে। ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা এ ব্যাটসম্যান ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ২৩ সেঞ্চুরিসহ ৮১৮১ রান করেছেন। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে তাঁর রানসংখ্যা ৪৪৪০। ৯টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৭ ফিফটিসহ ৩৭ ম্যাচে ৩৭.৯৩ গড়ে ১১৭৬ রান করেছেন ৪৫ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।

আরও পড়ুনরাসেলের ব্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেধড়ক পিটুনি ডেভিডের, ১১ ছক্কায় রেকর্ড সেঞ্চুরি১১ ঘণ্টা আগে

পিটারসেন তাঁর এই পোস্টে নিজের চাওয়া অনুযায়ী মন্তব্য পেয়েছেন ১ হাজারের বেশি। বেশির ভাগই এ সময়ের তারকা বোলারদের নাম উল্লেখ করেছেন। একজনের মন্তব্য, ‘ব্রড, অ্যান্ডারসন, বুমরা, স্টেইন, মরকেল, কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, লায়ন, অশ্বিন, বোল্ট ও সাউদি।’ পিটারসেন এই মন্তব্যের উত্তরে একটি বিষয় শুধরে দেন, ‘ব্রড, অ্যান্ডারসন, স্টেইন, মরকেল, সাউদি আর খেলে না।’ তবে তাঁর এই কথার উত্তরও দিয়েছেন সেই সমর্থক, ‘আপনি আধুনিক সময়ের কথা বলেছেন, রুট, স্মিথ, কোহলিরা তাদের ক্যারিয়ারের সিংহভাগ সময় এসব বোলারের বিপক্ষে খেলেছেন।’

ইংল্যান্ডের হয়ে এক দশক মাঠ মাতিয়েছেন পিটারসেন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ট রস ন সময় র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ