চবিতে আটক বহিরাগত ছাত্রলীগ কর্মীর নাশকতার পরিকল্পনা
Published: 29th, July 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক বহিরাগত কর্মীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের সদস্যরা।
আটকের পর তার ল্যাপটপে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গার অন্তত ১০-১২ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও পাওয়া গেছে। এছাড়া আরো সহস্রাধিক আপত্তিকর ছবি-ভিডিওসহ জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন জালিয়াতি ও রাষ্ট্রবিরোধী নাশকতার প্রমাণ মিলেছে।
সোমবার (২৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সামনে থেকে দিদারুল ইসলাম শুভ নামের ওয় ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পরে মঙ্গলবার (২৯ জুলাই) প্রক্টরিয়াল বডির দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।
জিজ্ঞাসাবাদে জানা যায়, দিদারুল ইসলাম শুভর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর গ্রামে। তিনি দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কর্মী। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে আগস্টের পর থেকে তিনি ছদ্মবেশে বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন এবং পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় অবস্থান করে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন।
ডিভাইস যাচাই করে জানা গেছে, আটক শুভ ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক গোপন অনলাইন গ্রুপের সদস্য ছিলেন। এসব গ্রুপে দেশবিরোধী বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রোপাগান্ডা ছড়ানো হত। ল্যাপটপে ‘unity is strength’ নামের একটি গোপন গ্রুপের এক বার্তায় দেখা যায়, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.
ওই গ্রুপের এক বার্তায় বলা হয়েছে, ‘আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ রইলো। প্রশাসনের নজর থেকে নিজেকে যতটা বাঁচিয়ে রাখা যায়, সবাইকে সাবধান করে দিন। অবৈধ সরকারকে উৎখাতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী মাসে ১১ দিন যেকোনো সময়ে কর্মসূচি দিতে পারে। ইউনূস সরকার এই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়েছে। আগামী ১১ দিন সবাই নিজেদের হেফাজত রাখুন এবং অন্যকে সচেতন করুন।”
এছাড়া তিনি ছাত্রলীগের আরো বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংযুক্ত আছেন।
জিজ্ঞাসাবাদে আরো উঠে আসে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল হল রুবেলের সঙ্গে শুভর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মেসেঞ্জারে নিয়মিত চবির বিভিন্ন তথ্য রুবেলকে পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আমাদের কাছে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিলে আমরা তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে ও তার ডিভাইস চেক করে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সে বিভিন্ন ধর্মের অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে। সে ভুয়া এনআইডি কার্ড ও জন্মসনদ তৈরির সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।”
তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় জিজ্ঞাবাদ শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছি। সেখানে থেকে তাকে হাটহাজারী মডেল থানায় নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”
আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস