লিগস কাপে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সকালে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারানোর পথে দুটি গোল বানিয়েছেন মায়ামি ফরোয়ার্ড লিওনেল মেসি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে মেসি দারুণ খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে—ক্যারিয়ারে কতগুলো গোল বানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি? একসময় ‘বাইবেল অব স্পোর্টস’ নামে দক্ষিণ আমেরিকায় পরিচিতি পাওয়া আর্জেন্টিনার সাময়িকী ‘এল গ্রাফিকো’ তাদের ওয়েবসাইটে এ নিয়ে বিস্তারিত জানিয়েছে।

আরও পড়ুনপৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি২ ঘণ্টা আগে

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ১১১৫ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৮৭৪টি। গোল বানিয়েছেন ৩৮৯টি। সব মিলিয়ে ১২৬৩টি গোলে সরাসরি অবদান মেসির।

১৯১৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাপা সাময়িকী ছিল এল গ্রাফিকোর। এরপর অনলাইনে চলে আসা সাময়িকীটি আরও জানিয়েছে, মেসি তাঁর পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত ৯০ জন সতীর্থকে অন্তত একটি করে গোল করিয়েছেন। এ তালিকায় তাঁর ৯০তম সতীর্থ মায়ামির আর্জেন্টাইন রাইটব্যাক মার্সেলো ভিগান্ট—আজ আটলাসের বিপক্ষে মায়ামির দ্বিতীয় গোলটি তাঁকে দিয়ে করান মেসি।

৯০ জন খেলোয়াড়ের মধ্যে মেসি সবচেয়ে বেশি গোল করিয়েছেন তাঁর বন্ধুকে দিয়ে। তাঁর এই বন্ধুর বাড়ি উরুগুয়েতে। বার্সেলোনায় একসঙ্গে খেলার পর এখন মায়ামিতে তাঁরা সতীর্থ। ঠিক ধরেছেন, লুইস সুয়ারেজ। উরুগুয়ে কিংবদন্তিকে দিয়ে এ পর্যন্ত ৪৬ গোল করিয়েছেন মেসি।

আরও পড়ুনফিরেই দলকে নাটকীয় জয় এনে দিয়ে ‘দেহরক্ষী’র অভিষেক রাঙালেন মেসি৫ ঘণ্টা আগে

তালিকায় দ্বিতীয় ব্যক্তিটিও দক্ষিণ আমেরিকান। মেসির জাতীয় দলের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলে তাঁর বাড়ি এবং সম্পর্কও বেশ ভালো দুজনের। নেইমার! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দিয়ে ২৭ গোল করিয়েছেন মেসি। ২০ গোল করিয়েছেন বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে—সেটা পিএসজিতে থাকতে। মেসির সাবেক বার্সা সতীর্থ পেদ্রো রদ্রিগেজও আছেন এই তালিকায়। তাঁকে দিয়ে ১৭ গোল এবং বার্সার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে দিয়ে ১৫ গোল করিয়েছেন মেসি।

চাইলে এই তালিকায় আরও কিছু নাম যোগ করা যায়। সেসব নাম স্মরণ করিয়ে দেবে মেসির বার্সার সোনালি দিনগুলোকে। ডেভিড ভিয়াকে দিয়ে ১৩ গোল, জর্দি আলবাকে দিয়ে ১১ গোল এবং সেস ফ্যাব্রেগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্দ পিকে ও আলেক্সিস সানচেজকে দিয়ে ১০ গোল করিয়েছেন ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

মেসি এ নিয়ে টানা ১৯ বছর অন্তত ১০টি করে গোল বানালেন। তাঁর এই ধারা শুরু হয়েছে ২০০৭ থেকে, যেবার ১২টি গোল করিয়েছিলেন। ২০০৪ (০), ২০০৫ (৪) ও ২০০৬ (৩) সালে গোল বানানোয় দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ২০২২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর য় ছ ন

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ