তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন হবিগঞ্জ
Published: 31st, July 2025 GMT
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হবিগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন বলেন, “আগুনে উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।”
আরো পড়ুন:
ঝালমুড়ি বিক্রেতার বাড়ির বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন আরো বেড়েছে
তিনি বলেন, ‘‘অগ্নিকাণ্ডে জেলার প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।’’ বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে চয়ন বলেন, “এটি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্তের পরে বলা যাবে।”
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন উপক ন দ র
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//