১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইতিহাস গড়ে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এটি শুধু আড়াই লাখ ডলারের ত্রাণ তহবিল সংগ্রহে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা ও দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র প্রথমবারের মতো পশ্চিমা দুনিয়ার সামনে জোরালোভাবে তুলে ধরে। সেই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়েও সচেতনতা ছড়ায়, শুরু হয় বিশ্বজুড়ে প্রবল সমালোচনা।

এই উদ্যোগের সূত্রপাত হয় সেতারের কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের মাধ্যমে। বাংলাদেশের মানবিক সংকট দেখে তিনি সংগীতের মাধ্যমে কিছু করার কথা ভাবেন। এরপর তিনি যান লন্ডনের শহরতলির ফ্রাইয়ার পার্ক ম্যানসনে, দেখা করেন তাঁর বন্ধু জর্জ হ্যারিসনের সঙ্গে। রবিশঙ্করের কাছে বাংলাদেশের অবস্থা শুনে হ্যারিসন আবেগে আপ্লুত হন। রবিশঙ্করের পরিকল্পনা ছিল একটি ছোট পরিসরের কনসার্ট, কিন্তু হ্যারিসনের মাথায় ছিল অনেক বড় কিছু।
জর্জ হ্যারিসনের ডাকে সাড়া দিয়ে এদিন মঞ্চে হাজির হয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, জিম কেল্টনার, রিঙ্গো স্টারসহ একঝাঁক কিংবদন্তি শিল্পী।

ড্রামস বাজাচ্ছেন রিঙ্গো স্টার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ