স্পেনের সিনেমার সেট ছেড়ে ম্যাডিসন স্কয়ার, রিঙ্গোর হৃদয় কাঁদছিল বাংলাদেশের জন্য
Published: 1st, August 2025 GMT
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইতিহাস গড়ে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এটি শুধু আড়াই লাখ ডলারের ত্রাণ তহবিল সংগ্রহে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা ও দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র প্রথমবারের মতো পশ্চিমা দুনিয়ার সামনে জোরালোভাবে তুলে ধরে। সেই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়েও সচেতনতা ছড়ায়, শুরু হয় বিশ্বজুড়ে প্রবল সমালোচনা।
এই উদ্যোগের সূত্রপাত হয় সেতারের কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের মাধ্যমে। বাংলাদেশের মানবিক সংকট দেখে তিনি সংগীতের মাধ্যমে কিছু করার কথা ভাবেন। এরপর তিনি যান লন্ডনের শহরতলির ফ্রাইয়ার পার্ক ম্যানসনে, দেখা করেন তাঁর বন্ধু জর্জ হ্যারিসনের সঙ্গে। রবিশঙ্করের কাছে বাংলাদেশের অবস্থা শুনে হ্যারিসন আবেগে আপ্লুত হন। রবিশঙ্করের পরিকল্পনা ছিল একটি ছোট পরিসরের কনসার্ট, কিন্তু হ্যারিসনের মাথায় ছিল অনেক বড় কিছু।
জর্জ হ্যারিসনের ডাকে সাড়া দিয়ে এদিন মঞ্চে হাজির হয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, জিম কেল্টনার, রিঙ্গো স্টারসহ একঝাঁক কিংবদন্তি শিল্পী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ
গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।
সুস্থ থাকার সম্ভাবনা কতটাগবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।