বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ২৬৬ নম্বর কক্ষে। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৮০ জনের অধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।

৩১ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ২ আগস্ট। যার মধ্য দিয়ে শেষ হয় ‘তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন।

পুরুষ (একক) বিভাগে মো.

আলী রবিন চ্যাম্পিয়ন হন এবং রানার-আপ হন মো. হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান অর্জন করেন মো. সালাহ উদ্দিন কাইজার। অন্যদিকে, মহিলা (একক) বিভাগে চ্যাম্পিয়ন হন আফসানা নাসরিন। রানার-আপ ফারজানা বানু শিল্পী এবং তৃতীয় স্থান অর্জন করেন শামসুন্নাহার মাকসুদা।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ.এফ.এম. এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মো. হাসান। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান। এ ছাড়া ফেডারেশনের সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির, নাজমুল হাসান সুমন, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এসএম শাহজাহান চৌধুরী, মো. জাফরুল আহসান বাবুল, মো. মাহফুজুর রহমান সরকার এবং জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহ অন্যান্য কর্মকর্তা, আম্পায়ার, সাংবাদিক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. ফেরদৌস আখতার।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার:
চ্যাম্পিয়নদের জন্য ট্রফি, সার্টিফিকেট ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড।
রানার-আপদের জন্য ট্রফি, সার্টিফিকেট ও ৭ হাজার  টাকার প্রাইজবন্ড।
তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য সার্টিফিকেট ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটি, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য আমাদের মানসম্পন্ন প্রস্তুতি দরকার। আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় ‘ক্যারম ওয়ার্ল্ড কাপ’-এর জন্য খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়ারদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।” এছাড়াও তিনি শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য ফেডারেশন থেকে দুপুর ও রাতের খাবার এবং ঢাকার বাইরে থেকে আসা খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়। নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিলিত অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেন এবং নবগঠিত ফেডারেশন কমিটির নেতৃত্বে খেলাধুলার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র জন য অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • রপ্তানি উন্নয়ন ব্যুরোতে হঠাৎ দুদকের অভিযান
  • বিপিএল: দল পেতে টিকে গেল ৮ প্রতিষ্ঠান
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • মার্কস অলরাউন্ডার: ময়মনসিংহ ও দিনাজপুরসহ ৯ জেলায় কবে কোথায় প্রতিযোগিতা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত