হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ শেষ ফখরের, আজই ফিরছেন পাকিস্তানে
Published: 4th, August 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের মাঝেই হঠাৎ করেই দুঃসংবাদ পেল পাকিস্তান শিবির। জাতীয় দলের নির্ভরযোগ্য বাঁহাতি ব্যাটার ফখর জামান ছিটকে গেছেন চলমান সিরিজ থেকে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তার।  
সিরিজের প্রথম দুই ম্যাচে ২৮ ও ২০ রানের ইনিংস খেলা ফখর আহত হন ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৯তম ওভারে, হাসান আলীর একটি বল থামাতে গিয়ে বাঁ পাশে টান অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে মাঠে আসা মেডিকেল টিম পরীক্ষা করে তার হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত করে। এরপর আর দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি তিনি।
সোমবার (৪ আগস্ট) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না ফখর। তার জায়গায় সুযোগ পান খুশদিল শাহ, যিনি ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচে ১৩ রানে জয় পায় পাকিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমান আলী আগার নেতৃত্বাধীন দলটি।
আরো পড়ুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন রুট, ছুঁলেন অনন্য মাইলফলক
শেষটা জিতে পাকিস্তানের সিরিজ জয়
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখর জামান দ্রুত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আজই দেশে ফিরছেন। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হবে। তবে ওয়ানডে সিরিজে তার জায়গায় কে স্কোয়াডে যোগ দেবেন, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ আগস্ট ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।