এশিয়া কাপে আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
Published: 5th, August 2025 GMT
এশিয়া কাপের প্রস্তুতিতে আফগানিস্তান দলের ভিন্নধর্মী কৌশল! টুর্নামেন্ট সামনে রেখে ২২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এই স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর-রহমান ও নাজিবউল্লাহ জাদরান। যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে চলছে জোর আলোচনা।  
চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। গ্রুপ ‘বি’ তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। রশিদ খানের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।
কিন্তু স্কোয়াড ঘোষণা ঘিরে আলোচনার ঝড় উঠেছে মূলত দুই তারকার অনুপস্থিতি ঘিরে। ইনজুরি কাটিয়ে ফেরার পরও বাদ পড়েছেন মুজিব-উর-রহমান। চলতি মৌসুমে শাপগিজা লিগে ৯ ম্যাচে ১৩ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সও নির্বাচকদের নজর কাড়তে পারেনি।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেললো ভারত
দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির
আরেকদিকে, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নাজিবউল্লাহ জাদরান, যিনি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তাকেও রাখা হয়নি প্রাথমিক দলে। ১৮৩০ রানের মালিক এই মারকুটে ব্যাটারকে না রাখায় সমালোচনার ঝুঁকিতে পড়েছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াডের ১৫–১৬ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠিত হবে, যারা এশিয়া কাপের পাশাপাশি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরার সম্ভাবনা এখন প্রায় শূন্য বললেই চলে।
অভিজ্ঞতার বদলে এবার দল সাজানো হয়েছে তরুণদের ঘিরে। একঝাঁক নতুন মুখ নিয়ে শুরু হবে আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান। এবার দেখা যাক, অভিজ্ঞতাহীন এই স্কোয়াড কতটা দূর যেতে পারে।
আফগানিস্তানের ম্যাচের সূচি (এশিয়া কাপ ২০২৫):
 ৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
 ১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
 ১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। 
প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন:
 রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।  
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন র স প ট ম বর জ দর ন
এছাড়াও পড়ুন:
শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক
সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহিদনগর বায়তুল জান্নাত জামেমসজিদ (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল এর পক্ষে শহিদনগর এলাকাবাসী এক উঠান বৈঠকের আয়োজন করে।
গোগনগর সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদুল ইসলাম'র সঞ্চালনায় ও শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদের সহ- সভাপতি সুলতান আহমদ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ–৫ থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যদি বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে শুধু শহীদনগর নয় পুরো নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে যাবে, পরিবর্তন হবে নারায়ণগঞ্জে। আমাদের যে প্রত্যাশা, যে চাহিদা তা ছিনিয়ে নিয়ে আসবো।
দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমি কাজ করবো। মিলেমিশে কাজ করার চেষ্টা করবো। আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন।
তার সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ হল জিয়া ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট কে এম মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মো. কবির হোসেন, মো. হৃদয়, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, সুলতান আহমদ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহীদ নগর এলাকা সব সময়ই বিএনপির ঘাঁটি। এখানে সব সময়ই ধানের শীষ প্রতীক জয়লাভ করে থাকে। আমরা বাবুল ভাইয়ের পক্ষে থেকে সবসময় ধানের শীষের পক্ষে কাজ করে যাব।