এশিয়া কাপে আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
Published: 5th, August 2025 GMT
এশিয়া কাপের প্রস্তুতিতে আফগানিস্তান দলের ভিন্নধর্মী কৌশল! টুর্নামেন্ট সামনে রেখে ২২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এই স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর-রহমান ও নাজিবউল্লাহ জাদরান। যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে চলছে জোর আলোচনা।
চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। গ্রুপ ‘বি’ তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। রশিদ খানের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।
কিন্তু স্কোয়াড ঘোষণা ঘিরে আলোচনার ঝড় উঠেছে মূলত দুই তারকার অনুপস্থিতি ঘিরে। ইনজুরি কাটিয়ে ফেরার পরও বাদ পড়েছেন মুজিব-উর-রহমান। চলতি মৌসুমে শাপগিজা লিগে ৯ ম্যাচে ১৩ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সও নির্বাচকদের নজর কাড়তে পারেনি।
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেললো ভারত
দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির
আরেকদিকে, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নাজিবউল্লাহ জাদরান, যিনি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তাকেও রাখা হয়নি প্রাথমিক দলে। ১৮৩০ রানের মালিক এই মারকুটে ব্যাটারকে না রাখায় সমালোচনার ঝুঁকিতে পড়েছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াডের ১৫–১৬ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠিত হবে, যারা এশিয়া কাপের পাশাপাশি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরার সম্ভাবনা এখন প্রায় শূন্য বললেই চলে।
অভিজ্ঞতার বদলে এবার দল সাজানো হয়েছে তরুণদের ঘিরে। একঝাঁক নতুন মুখ নিয়ে শুরু হবে আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান। এবার দেখা যাক, অভিজ্ঞতাহীন এই স্কোয়াড কতটা দূর যেতে পারে।
আফগানিস্তানের ম্যাচের সূচি (এশিয়া কাপ ২০২৫):
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন র স প ট ম বর জ দর ন
এছাড়াও পড়ুন:
উড়োজাহাজে থাপ্পড়ের শিকার যাত্রীর খোঁজ মিলেছে, ঘটনার সময় ভয়ে কাঁপছিলেন তিনি
ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে প্যানিক অ্যাটাকের (আতঙ্কিত) শিকার হওয়া সেই যাত্রী হুসেইন আহমদ মজুমদারের খোঁজ মিলেছে। তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি যখন ভয় পাচ্ছিলেন, তখনই অন্য এক সহযাত্রী তাঁকে চড় মেরে বসেন।
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার বাসিন্দা ৩২ বছর বয়সী হুসেইন আহমেদ বলেন, গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচর যেতে ইন্ডিগোর ফ্লাইটে চড়েছিলেন। মাঝ আকাশে তিনি ‘প্যানিক অ্যাটাকের’ শিকার হন। উড়োজাহাজ অবতরণের পর কেবিন ক্রুরা তাঁকে বিমান থেকে নামাতে সাহায্য করছিলেন। সেই সময় হাফিজুল রহমান নামের এক যাত্রী হঠাৎ তাঁকে চড় মারেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর হাফিজুল রহমানকে আটক করা হয়। উড়োজাহাজের নিরাপত্তাকর্মীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হুসেইন আহমদ বলেন, ‘আমি দিবাগত রাত ২টায় উড়োজাহাজে উঠেছিলাম। তখন খুব ভয় পাচ্ছিলাম, শরীর কাঁপছিল। তাই এক যাত্রীর পাশে গিয়ে বসি। তাঁর নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, হাফিজুল রহমান। আমি বুঝতে পারি তিনি মুসলিম। তাই আমি তাঁকে সালাম দিই। তখনো আমি নার্ভাস ছিলাম। সেটা দেখেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে তিন-চারবার চড় মারেন।’
হুসেইন আরও বলেন, তিনি ওই যাত্রীর সঙ্গে কোনো অসদাচরণ করেননি।
আসামের এই বাসিন্দা আরও বলেন, ‘ঘটনা দেখে কেবিন ক্রুরা হস্তক্ষেপ করেন এবং জিজ্ঞেস করেন, কেন তিনি আমাকে চড় মারলেন। তাঁরা আমাকে পানি দেন এবং শান্ত করার চেষ্টা করেন।’
কলকাতা বিমানবন্দরে অবতরণের পর হুসেইন মজুমদার ও অভিযুক্ত হাফিজুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনভারতে উড়োজাহাজে সহযাত্রীর থাপ্পড়ের পর খোঁজও মিলছে না যাত্রীর: পরিবারের দাবি০২ আগস্ট ২০২৫হুসেইন বলেন, পরে তাঁকে থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ায় শিলচরের ফ্লাইটে তিনি আর উঠতে পারেননি।
হুসেইন আরও বলেন, ‘চড় খাওয়ার কারণে মাথায় ব্যথা হচ্ছে এবং সহজে উঠতে পারছি না।’
অপ্রত্যাশিত এ ঘটনার পর হুসেইনের পরিবার গত শুক্রবার তাঁর নিখোঁজ থাকার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গত শনিবার তাঁকে আসামের বরপেটা জেলার একটি রেলস্টেশনে পাওয়া যায়। শিলচর থেকে ওই স্টেশনের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।