ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভক্ত পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধের বিষয়ে কী পদক্ষেপ নেবে তা নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন।

ইইউর ২৭টি সদস্য দেশের মন্ত্রীরা শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক বৈঠকে যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছেন। তারা প্রাথমিক শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলি স্টার্ট-আপগুলোকে ইইউ তহবিল স্থগিত করার একটি প্রস্তাবও নিয়ে আলোচনা করবেন। ব্লকটি এখনো পর্যন্ত সেই পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আরো জোরালো ব্যবস্থা গ্রহণের জন্য এগিয়ে যাওয়া তো অনেক দূরের কথা।

স্পেন ও আয়ারল্যান্ডের মতো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভক্তি রয়েছে, যারা ফিলিস্তিনিদের উপর শাস্তিমূলক আক্রমণ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর ভারী চাপ প্রয়োগ করতে চায়। জার্মানি ও হাঙ্গেরির মতো শক্তিশালী মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে খুব কম বা কোনো পদক্ষেপ নিতে চায় না।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বৈঠকের আগে আল জাজিরাকে বলেছেন, যখন গাজার পরিস্থিতির কথা আসে তখন ইইউ ‘খুব দেরিতে’ কাজ করছে এবং ‘কিছুই করছে না .

.. কিছুই অর্জন করেনি। তবে তিনি কোপেনহেগেনের বৈঠকের সময় ইসরায়েলের উপর চাপ বাড়াতে চান।

আয়োজক ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন শনিবার বলেছেন, “আমরা সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি। ইসরায়েলকে অবশ্যই তার পথ পরিবর্তন করতে হবে। আমাদের সাধারণ ভিত্তি খুঁজে বের করা উচিত। আমি এই বলে কোনো গোপন কথা প্রকাশ করছি না যে আমাদের কথাগুলোকে নিষেধাজ্ঞায় রূপান্তর করতে হবে। ডেনমার্ক অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্য চ্যাপ্টার স্থগিত করতে এবং (ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন) নেতানিয়াহু সরকার ও তার সরকারের কিছু মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।”

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বৈঠকের আগে সাংবাদিকদের বলেন, “আমি খুব একটা আশাবাদী নই এবং আজ আমরা অবশ্যই কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। এটি একটি সংকেত পাঠায় যে আমরা বিভক্ত।”

অনেক ইইউ সরকার যুদ্ধের সময় ইসরায়েলের আচরণের তীব্র সমালোচনা করেছে, বিশেষ করে বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং মানবিক সাহায্য সরবরাহের উপর বিধিনিষেধের কারণে।

কিন্তু ইইউ সদস্যরা একটি সাধারণ প্রতিক্রিয়া নিয়ে বিভক্ত, কেউ কেউ ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং অন্যরা সংলাপ বজায় রাখার আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান করার কথা বলার পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানিয়েছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রবেশাধিকারের উপর কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট রমন ত র পদক ষ প ন র জন য র উপর ইসর য সদস য

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ