গাইবান্ধায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ, জাপা অফিস ভাঙচুর
Published: 30th, August 2025 GMT
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল এবং স্থানীয় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে পুলিশের বাধা পেরিয়ে স্টেশন রোডে জাতীয় পার্টি অফিসে হামলা করে। অফিস তালাবদ্ধ থাকায় দরজা ভাঙচুর করা হয়।
আরো পড়ুন:
নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ
ইন্দোনেশিয়ায় কাউন্সিল ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ৩
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির অফিস অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধায় পড়ে। পরে শহরের পুলিশ ক্যাফে সংলগ্ন গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশ বক্তব্য রাখেন গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা প্রমুখ।
বক্তারা বলেন, ‘‘গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের উপর বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান।’’ জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশ শেষে বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্টেশন রোডে জাতীয় পার্টি অফিসের দিকে যাওয়ার সময় আবার পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যদের বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা রেললাইন সংলগ্ন জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড ও অফিসের সার্টার ভাঙচুর করে। সংবাদ পেয়ে সেনা সদস্যরা এলে বিক্ষোভকারীরা চলে যায়।
গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন, ‘‘পুলিশ প্রশাসন এখনো স্বৈরাচার হাসিনা ও তার দোসর জাতীয় পার্টির হয়ে কাজ করছে। আজকের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে রক্ষায় বল প্রয়োগ করেছে। আমরা প্রয়োজনে আবারো রক্ত দিতে প্রস্তুত রয়েছি।’’
এ বিষয়ে চেষ্টা করেও পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/লুমেন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম র
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি