মৌসুমের শুরুতে টানা জয়ে গতি পেয়েছিল বার্সেলোনা। তবে লা লিগার তৃতীয় ম্যাচে এসে সেই ছন্দে ধাক্কা খেলো কাতালান ক্লাবটি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

রোববার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও গোলের সামনে কার্যকর হতে পারেনি বার্সা। পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও নেওয়া ১২ শটের মাত্র তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে ভ্যালেকানো সুযোগ পেলেই আক্রমণে যায় এবং ১৩ শটের মধ্যে সাতবার লক্ষ্যে পাঠায়।

আরো পড়ুন:

তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

প্রথমার্ধে গোলের দারুণ সুযোগ পায় বার্সেলোনা। প্রতিপক্ষ গোলরক্ষকের অসাধারণ সেভে একাধিকবার ব্যর্থ হলেও ৪০ মিনিটে পেনাল্টি থেকে লামিন ইয়ামাল দলকে এগিয়ে দেন। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পান ওলমো। কিন্তু কাছ থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। ৬৭ মিনিটে ইসি পালাসনের কর্নার থেকে আসা বল জালে পাঠান পেরেস। ফলে সমতায় ফিরে যায় ভ্যালেকানো। শেষ মুহূর্তে ইয়ামালের একক প্রচেষ্টা ব্যর্থ হলে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

তিন ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ দাঁড়ায় ৭ পয়েন্টে। টেবিলের তিন নম্বরে থাকলেও এই ড্র তাদের মৌসুম শুরুর গতি খানিকটা থামিয়ে দিয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ