গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১০৫
Published: 3rd, September 2025 GMT
গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নারী-শিশু ও সাংবাদিকসহ কমপক্ষে আরো ১০৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণের সন্ধানে থাকা বহু মানুষ রয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু গাজা সিটির আল-সাবরা মহল্লাতেই কয়েকদিন ধরে চলা হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ছিলেন ত্রাণসন্ধানী।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি জানিয়েছেন, গাজা সিটিতে এখন মানুষ একরকম খাঁচায় বন্দি। বোমা হামলা থেকে বাঁচতে তারা যেখানেই যায় হামলা যেন তাদের অনুসরণ করছে। একই সঙ্গে খাদ্য ও ত্রাণের অভাবে মানুষ অনাহারে মরছে।
গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরো ১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মারা গেছে ৩৬১ জন।
মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় পানির লাইনে দাঁড়িয়ে থাকা অন্তত ২১ জনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। নিহতদের মধ্যে ছিলেন ৭ শিশু। অথচ এ এলাকাকেই আগে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরায়েল।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বলেন, “মানুষ পানির জন্য দাঁড়িয়ে ছিল, তখন সরাসরি টার্গেট করে তাদের হত্যা করা হয়।”
সর্বশেষ হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিকের নিহত হয়েছেন।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ