বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল লড়বেন ঘোষণা দিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদও নির্বাচনে অংশগ্রহণের পথ খুঁজছেন। তাদের পথেই হাঁটার আগ্রহ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক এই অধিনায়ক বুধবার নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন।

কাউন্সিলর হয়ে কীভাবে নির্বাচনের প্রার্থী হতে পারে সেই পথ খোঁজার চেষ্টায় আছেন মিনহাজুল আবেদীন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে, নির্বাচন করার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নান্নু, “এটা (বিসিবি নির্বাচন) করার চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। বিসিবি নির্বাচনে সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই জায়গায় এখনো জানি না কতটুকু কী হবে। তবু চিন্তাভাবনা ইতিবাচক নিয়ে রেখেছি। সবকিছু ঠিক থাকলে অবশ্যই নির্বাচন করব।”

আরো পড়ুন:

কিভাবে হবে বিসিবি নির্বাচন?

বৃষ্টিতে আবার খেলা বন্ধ, বাংলাদেশ ১৬৪/৪

বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ার সুযোগ কম। সাবেক ক্রিকেটারদের জন্য বরাদ্দ তৃতীয় ক্যাটাগরি। যেখানে জাতীয় দলের সাবেক ৫ অধিনায়ক ও সব সার্ভিসেস, সব বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীতরা থাকবেন। তবে, শেষ পর্যন্ত নিজের না থাকার শঙ্কাও প্রকাশ করেছেন তিনি, ‘‘এটা এমন একটা জায়গা, অনেক যোগ্য লোকও এখানে আসতে পারে না। ক্রিকেটের স্বার্থে কাজ করাটা অনেক বিরাট ব্যাপার। সুযোগ পেলে, যেখানেই যে সুযোগটা আসবে কাজে লাগানোর চেষ্টা করব। এখন কিছু বলতে পারছি না। হয়তো আগামী ২-১ দিনের মধ্যে পরিষ্কারভাবে বলতে পারব যে কী করতে যাচ্ছি।”

দেশের ক্রিকেটের দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান নান্নু, ‘‘২০০৪ সালে অবসর নেওয়ার পর থেকে নানান দায়িত্বে বিসিবিতে কাজ করেছি। সব মিলিয়ে গত ৩-৪ দশক ধরে দেশের ক্রিকেটে কোথায় কী হচ্ছে, কীভাবে এগোনো দরকার, সবকিছুই জানি। আশা করছি, যে অভিজ্ঞতা আছে, সেটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব।”

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ