ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত এবং নিজের প্রার্থিতা ও ভোটার তালিকায় নাম ফেরত চেয়ে হাইকোর্টে দায়ের করা জুলিয়াস সিজার তালুকদারের রিট বাতিল করা হয়েছে।

জুলিয়াস সিজার তালুকদারের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ছাত্রলীগ নেতার

৪৪তম বিসিএসে একই ক্যাডারে পুনরায় সুপারিশ নিয়ে হাইকোর্টের রুল

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশিরর মনির ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডাকসুর নির্বাচন সংক্রান্ত জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ। আলহামদুলিল্লাহ।”

জুলিয়াস সিজারের দায়ের করা রিটে জুলিয়াস সিজারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়।

জুলিয়াস সিজার তালুকদার ডাকসু ভিপি পদে প্রার্থী ছিলেন। গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন তার নাম ও ব্যালট নম্বর (২৬) চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করেন। তবে পরবর্তীতে সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ