ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত এবং নিজের প্রার্থিতা ও ভোটার তালিকায় নাম ফেরত চেয়ে হাইকোর্টে দায়ের করা জুলিয়াস সিজার তালুকদারের রিট বাতিল করা হয়েছে।

জুলিয়াস সিজার তালুকদারের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ছাত্রলীগ নেতার

৪৪তম বিসিএসে একই ক্যাডারে পুনরায় সুপারিশ নিয়ে হাইকোর্টের রুল

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশিরর মনির ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডাকসুর নির্বাচন সংক্রান্ত জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ। আলহামদুলিল্লাহ।”

জুলিয়াস সিজারের দায়ের করা রিটে জুলিয়াস সিজারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়।

জুলিয়াস সিজার তালুকদার ডাকসু ভিপি পদে প্রার্থী ছিলেন। গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন তার নাম ও ব্যালট নম্বর (২৬) চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করেন। তবে পরবর্তীতে সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ