ফতুল্লার মুসলিমনগরস্থ “বায়তুল আমান সরাকারি শিশু পরিবার (বালক)” নামের  শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে পাঁচ বছর বয়সী  আবির নামের এক শিশু নিখোঁজ হয়েছে। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবী নিখোঁজ নয় শিশুটি নিজেই বেরিয়ে গেছে।

নিখোঁজের ১৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি আবিরের। এতে ঐ প্রতিষ্ঠানের শিক্ষক আবু সালেহ মাসউদ বাদী হয়ে নিখোঁজের দুইদিন পর ১৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়রী করেন।

সাধারন ডায়েরীর বাদী শিশু পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক আবু সালেহ মাসউদ জানায়, নিখোঁজ শিশু আবির কে ঢাকা থেকে পেয়েছিলো ঢাকার মিরপুরস্থ সরকারি আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষ। সেখান থেকে ১৬ আগস্ট আবির কে মুসলিমনগরস্থ “বায়তুল আমান সরাকারি শিশু পরিবার (বালক)” নামের  শিশু পুনর্বাসন কেন্দ্রে " পাঠানো হয়। 

পাঠানোর দুদিন পর ১৮ আগস্ট দুপুরের খাবারের পর তিনটার দিকে সকলের নজর এড়িয়ে দেয়াল টপকে বা প্রধান গেইট দিয়ে কৌশলে বেরিয়ে যায়। এরপর থেকে আবির নিখোঁজ রয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭৫ জন আশ্রয়হীন শিশু, কিশোর, বালক রয়েছে।

সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এস,আই) ওয়াসিম জানান, নিজস্ব সোর্স ব্যবহার করে শিশুটিকে খুঁজে বের করার জন্য চেস্টা করছে পুলিশ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ