গত মাসের মাত্র দুই সপ্তাহে গাজায় ইউনিসেফ পরিচালিত ক্লিনিকগুলোতে পাঁচ বছরের কম বয়সী সাত হাজারেরও বেশি শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসা কর্মসূচিতে রাখা হয়েছিল। ইউনিসেফের পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

আগস্ট মাসের মোট সংখ্যা গণনার জন্য ইউনিসেফ কাজ করছে। তবে আশঙ্কা করা হচ্ছে, অপুষ্টির শিকার নতুন রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যাবে, যা ফেব্রুয়ারির মোট রোগীর সংখ্যার সাত গুণেরও বেশি।

গত মাসে গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল, তবে দক্ষিণের অন্যান্য শহরগুলোতেও ‘দ্রুত গতিতে দুর্ভিক্ষ এগিয়ে আসছে’ বলে ইউনিসেফের কর্মকর্তারা জানিয়েছেন।

ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেছেন, “বাস্তবে এটা স্পষ্ট যে মানুষ অনাহারে রয়েছে, গাজা শহরে দুর্ভিক্ষ চলছে এবং দেইর আল-বালাহ ও খান ইউনিস (গাজার দক্ষিণের দুটি শহর) খুব বেশি পিছিয়ে নেই।”

ইনগ্রাম জানান, তিনি একজন অপুষ্টিতে ভোগা মায়ের সাথে কথা বলেছেন যিনি তার আট মাস বয়সী অপুষ্টিতে ভোগা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না।

ইউনিসেফের মুখপাত্র বলেন, “তিনি এবং তার স্বামী প্রতিদিন এক কাপ ভাত ভাগাভাগি করে খাচ্ছিলেন। পরিস্থিতি ভয়াবহ।”

একসময় ব্যস্ত বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র গাজা শহর এখন নতুন ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলা এর লাখ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার হুমকি দিচ্ছে। 
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউন স ফ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ