‘জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে’
Published: 7th, September 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি।
স্বস্তিকা তার ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের বেশ কটি খোলামেলা ছবি শেয়ার করেছেন। তার সামনের টেবিলে রাখা হয়েছে কয়েক পদের পানীয়। আর এ ছবিতে বেশ দীর্ঘ একটি ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
আমি আফরান নিশোর ফ্যান: স্বস্তিকা
আমি আর জিৎ ৬ বছর একসঙ্গে ছিলাম: স্বস্তিকা
শুরুতে স্বস্তিকা মুখার্জি বলেন, “ওহ, আমার বয়স ৪৪ বছর এবং আমি খুবই আবেদনময়ী। যারা আমাকে ঘৃণা করেন, তাদের এখন সতর্ক হওয়া উচিত। কারণ আপনারা এই প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন।”
কম বয়সে যারা নির্লজ্জ, তারা বড়ি হলেও নির্লজ্জ থাকবে। এ তথ্য উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। বলবে, ‘এই বুড়ি বয়েসেও লজ্জা হলো না।’ আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওইভাবেই ঘাটে যাবে, মরতে কেন হটাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো? মহাঝামেলা।”
একটি ঘটনা বর্ণনা করে স্বস্তিকা মুখার্জি বলেন, “কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমায় জোকার বলল। আমি আজকাল এদের ট্রল বলে সম্মান দিতে চাই না। এগুলো আমার কাছে খোরাক। আমার মানসিক চাপ কমানোর উপায়। আমি এটাকে ভালোবাসি। এ রকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেইনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।”
ছবিতে যেসব পানীয় রয়েছে, তার ব্যাখ্যা দিয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, “যাইহোক। আমার গোল গাল কমছে, তার জন্য ডায়েট, পরিশ্রম সবই চলছে, শনিবার সকাল সকাল এত শরীর সচেতন জুস খেলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ১.
“আমি খুশি, এখন আমরা দেখতে চলেছি বুক খোলা পোশাক অপছন্দকারীদের জন্য এক দারুণ দিন। ওহ, আসুক না, আজ রাতে আমার মুড একদম জমে আছে।” বলেন স্বস্তিকা মুখার্জি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বস ত ক ম খ র জ চলচ চ ত র স বস ত ক
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ