ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হেনেছে হুতিদের ড্রোন
Published: 7th, September 2025 GMT
ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলি শহর ইলাতের কাছে রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। রবিবার বিমানবন্দরের অ্যারাইভাল হলে ড্রোনটি আঘাত হেনেছে বলে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পরে বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনের দুর্ঘটনার তদন্ত করছে যা বিমানবন্দর এলাকায় পড়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে, তবে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ড্রোনটি আটকানোর পর পড়েছিল কিনা, নাকি সরাসরি আঘাত হেনেছিল তা স্পষ্ট করে বলা হয়নি।
জর্ডান ও মিশরের সীমান্তে অবস্থিত রিসোর্ট শহর ইলাতের কাছে অবস্থিত বিমানবন্দরটি বেশিরভাগ ক্ষেত্রেই অভ্যন্তরীণ বিমান চলাচল করে।
ইয়েমেনের সর্বাধিক জনবহুল এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করে আসছে। ইরান-সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য হাজার হাজার কিলোমিটার উত্তরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরসহ হুতি নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা চালিয়ে ইসরায়েল প্রতিশোধ নিয়েছে। তাদের সর্বশেষ হামলায় সরকার প্রধানসহ ঊর্ধ্বতন হুতি কর্মকর্তারা নিহত হয়েছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন