ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হেনেছে হুতিদের ড্রোন
Published: 7th, September 2025 GMT
ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলি শহর ইলাতের কাছে রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। রবিবার বিমানবন্দরের অ্যারাইভাল হলে ড্রোনটি আঘাত হেনেছে বলে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পরে বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনের দুর্ঘটনার তদন্ত করছে যা বিমানবন্দর এলাকায় পড়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে, তবে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ড্রোনটি আটকানোর পর পড়েছিল কিনা, নাকি সরাসরি আঘাত হেনেছিল তা স্পষ্ট করে বলা হয়নি।
জর্ডান ও মিশরের সীমান্তে অবস্থিত রিসোর্ট শহর ইলাতের কাছে অবস্থিত বিমানবন্দরটি বেশিরভাগ ক্ষেত্রেই অভ্যন্তরীণ বিমান চলাচল করে।
ইয়েমেনের সর্বাধিক জনবহুল এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করে আসছে। ইরান-সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য হাজার হাজার কিলোমিটার উত্তরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরসহ হুতি নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা চালিয়ে ইসরায়েল প্রতিশোধ নিয়েছে। তাদের সর্বশেষ হামলায় সরকার প্রধানসহ ঊর্ধ্বতন হুতি কর্মকর্তারা নিহত হয়েছেন।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ