ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক আন্তর্জাতিক চাপকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন, এটি একটি অনির্দিষ্ট একতরফা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

ফ্রান্স এবং ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ চলতি মাসে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার দেশের পরিকল্পনা ঘোষণা করার এবং জুলাই মাসে জাতিসংঘে সৌদি আরবের সাথে যৌথভাবে দ্বি-রাষ্ট্র সমাধানের উপর একটি সম্মেলন আয়োজনের পর থেকে ফ্রান্স-ইসরায়েলি সম্পর্ক বিশেষভাবে টানাপোড়েন সৃষ্টি করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত মাসে জানিয়েছিলেন, গাজা যুদ্ধে যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে যুক্তরাজ্যও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে একই পদক্ষেপ নেবে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার রবিবার বলেছেন, “ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ যারা তথাকথিত স্বীকৃতির দাবি তুলেছিল তারা বিরাট ভুল করেছে। তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন শান্তি অর্জন আরো কঠিন করবে। এটি অঞ্চলটিকে অস্থিতিশীল করবে। এটি ইসরায়েলকেও একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ