ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
Published: 16th, September 2025 GMT
ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী'র সাথে অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করেছে শরিফ হোসেন(২৫) নামের এক যুবক।
নিহত শরিফ হোসেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাদারটারি গ্রামের আবুল হোসেনের পুত্র। নিহত শরিফ স্ত্রী মোমিনা বেগম (২২) ও দুই পুত্র আবদুল্লাহ আল-মামুন (৩) এবং দেড় বছর বয়সী মাহমুদুল হাসান কে নিয়ে ফতুল্লা থানার মুসলিমনগর নয়াবাজারস্থ আব্দুল খালেক মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো।
এ ঘটনায় নিহতের বড় ভাই আরিফ হোসেন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
 মামলায় উল্লেখ্য করা হয়,নিহত শরিফ হোসেন  বিসিক টিএস নিটিংয়ে অপারেটর হিসাবে কর্মরত ছিলো।  সে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো।এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়াঝাটি হতো। রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মাসিক বেতন ১১ হাজার ৫ শত টাকা উত্তলোন করে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় হেরে যায়। রাত ১১ টার দিকে বাসায় ফিরলে স্ত্রী বেতনের টাকা চাইলে কোন কথা না বলে ঘুমিয়ে পরে। এ নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডতা হয়। সোমবার সে ঘুম থেকে উঠে পান্তা ভাত খেয়ে কাজে না গিয়ে বাসায় শুয়ে থাকে। দুপুর দুইটার দিকে নিহতের স্ত্রী বাথারুমে গোসল করতে যায়। ফিরে এসে দেখতে পায় যে নিহতের দুই পুত্র খাটের উপর খেলা করছে অপর দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলছিলো শরিফের মৃত দেহ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান,পারিবারিক কলহের জের স্ত্রীর সাথে অভিমান করে শরিফ আত্নহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে নিহতের বড় ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন হত র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।