ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী'র সাথে অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করেছে শরিফ হোসেন(২৫) নামের এক যুবক।

নিহত শরিফ হোসেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাদারটারি গ্রামের আবুল হোসেনের পুত্র। নিহত শরিফ স্ত্রী মোমিনা বেগম (২২) ও দুই পুত্র আবদুল্লাহ আল-মামুন (৩) এবং দেড় বছর বয়সী  মাহমুদুল হাসান কে নিয়ে ফতুল্লা থানার  মুসলিমনগর নয়াবাজারস্থ আব্দুল খালেক মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো।

এ ঘটনায় নিহতের বড় ভাই আরিফ হোসেন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


মামলায় উল্লেখ্য করা হয়,নিহত শরিফ হোসেন  বিসিক টিএস নিটিংয়ে অপারেটর হিসাবে কর্মরত ছিলো।  সে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো।এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়াঝাটি হতো। রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মাসিক বেতন ১১ হাজার ৫ শত টাকা উত্তলোন করে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় হেরে যায়। রাত ১১ টার দিকে বাসায় ফিরলে স্ত্রী বেতনের টাকা চাইলে কোন কথা না বলে ঘুমিয়ে পরে। এ নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডতা হয়। সোমবার সে ঘুম থেকে উঠে পান্তা ভাত খেয়ে কাজে না গিয়ে বাসায় শুয়ে থাকে। দুপুর দুইটার দিকে নিহতের স্ত্রী বাথারুমে গোসল করতে যায়। ফিরে এসে দেখতে পায় যে নিহতের দুই পুত্র খাটের উপর খেলা করছে অপর দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলছিলো শরিফের মৃত দেহ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান,পারিবারিক কলহের জের স্ত্রীর সাথে অভিমান করে শরিফ আত্নহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে নিহতের বড় ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন হত র

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ