এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করতে নামে। সঞ্জু স্যামসনের ফিফটিতে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। জিততে ওমানকে করতে হবে ১৮৯ রান।

ভারতের মতো দল ওমানের বিপক্ষে ৮ উইকেট হারাবে সেটা কেউ ভাবেনি। ভারতের যে দশজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের পাঁচজন কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে স্যামসন ৪৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৫৬ রান করেন।

আরো পড়ুন:

ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন

প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?

উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ১৫ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। আর অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। যা তিনি করেন মাত্র ১৩ বলে ৩টি চার ও ১ ছক্কায়। হরশিত রানা ১ ছক্কায় করেন ১৩ রান। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৩ রান।

বল হাতে শাহ ফয়সাল ৪ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। জিতেন রামানন্দি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। আর আমির কালিম ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

ভারত আগেই সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে ওমান বিদায় নিয়েছে। এই ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতার।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছক ক য় উইক ট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ