সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Published: 15th, October 2025 GMT
দৈনিক খবরের কাগজের পত্রিকার ৩য় বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের পত্রিকার মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ উপস থ ত স ন রগ
এছাড়াও পড়ুন:
ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে (৫৩) গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ‘শাহজাদা মটরস’ নামে গ্যারেজ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।
আরো পড়ুন:
তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
চুয়াডাঙ্গায় ২ দিনে ‘মদ পানে’ ৬ জনের মৃত্যু
গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মো. নুরুল হুদার ছেলে।
যশোর ডিবি সূত্র জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চায়। এরই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয়। পরে গ্যারেজের মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যে মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার আসামিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ