নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরামুল হক (৫৫) নাম এক সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আহত সুতা ব্যবসায়ী একরামুল হকের ঘনিষ্ট বন্ধু রহমত আলী জানান, ব্যবসায়ী একরামুল হক মোগরাপাড়া এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে সুতা নিয়ে ঢাকায়  বিক্রি করে থাকেন। সপ্তাহের বৃহস্পতিবার তিনি পাওদারদের টাকা পরিশোধ করে থাকেন। ময়মনসিংহের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়েনের রহমতপুর গ্রামে বসবাস করে এ ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার চার লাখ বিশ হাজার টাকা নিয়ে তার কাছে যাচ্ছিল। পথে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে নয়টার দিকে দু’তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে একরামুল হক বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, ছিনতাইকারীদের ধাঁরালো অস্ত্রের আঘাতে একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা সুস্থ্য হয়ে ফিরে থানায় অভিযোগ করবেন। 

রাজু আহমেদ নামের এক সুতা ব্যবসায়ী জানান, রহমতপুর গ্রামের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। প্রতিদিন ঢাকায় ব্যবসায়ের কাজ শেষে বাড়ি ফিরে আসেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের কবলে পড়তে হয়।বিভিন্ন সময়ে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়।গত ৫আগষ্টের পর প্রায় ১২-১৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে তারা নিরাপত্তাহীনতায় থাকেন। ছিনতাইকারীর কবলে পড়ে ব্যবসায়ীরা সর্বস্ব হারাচ্ছেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো.

রাশেদুল হাসান খাঁন জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ছিনতাইয়ের ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব যবস য় ন র য়ণগঞ জ ছ নত ই ব যবস য় স ন রগ ইউন য়

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের শোডাউন

নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করেছে। 

‎‎এসময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো জনসভাস্থল। 

‎‎বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে বিশাল মিছিল নিয়ে খানপুর বরফকল মাঠের জনসভায় অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • এনায়েতনগরে এনসিপি নেতা আল আমিনের গণসংযোগ 
  • শ্রমিকদের মাঝে না’গঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
  • মাসুদুজ্জামানের নির্বাচনী জনসভায় সদর থানা যুবদলের শোডাউন
  • সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির
  • সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন ডিসি রায়গান
  • অবৈধভাবে মজুত করা টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক ১