সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি মস্কোর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চান। গতকাল বুধবার মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এটি রাশিয়ায় শারার প্রথম রাষ্ট্রীয় সফর।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত মস্কো। সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর ১০ মাস ধরে রাশিয়ার আশ্রয়ে আছেন।

ক্রেমলিনে পুতিনকে আল-শারা বলেন, ‘আমরা এই সম্পর্কের ধরনটাকে নতুন করে গড়ে তোলা ও পুনঃসংজ্ঞায়িত করার চেষ্টা করছি, যেন সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক ঐক্য ও অখণ্ডতা এবং স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত থাকে।’

আল-শারা একসময় আল-কায়েদার সিরীয় শাখার প্রধান ছিলেন। তখন তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামে পরিচিত ছিলেন। সিরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়, বাশার আল–আসাদকে সিরিয়ার কাছে হস্তান্তরের জন্য মস্কোর কাছে অনুরোধ জানাতে পুতিনের সঙ্গেকার বৈঠকটি কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন শারা।

মস্কোর সঙ্গে করা সব পুরোনো চুক্তি সিরিয়া মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন শারা। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ স্বার্থ আছে। আমরা তাদের সঙ্গে করা সব চুক্তির প্রতি সম্মান রাখি।’

আল-শারা এক সময় আল-কায়েদার সিরীয় শাখার প্রধান ছিলেন। তখন তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামে পরিচিত ছিলেন। সিরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়, বাশার আল–আসাদকে সিরিয়ার কাছে হস্তান্তরের জন্য মস্কোর কাছে অনুরোধ জানাতে পুতিনের সঙ্গে বৈঠকটি কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন শারা।

তবে বৈঠকের শুরুতে টেলিভিশনে আল-শারার সংক্ষিপ্ত যে ভাষণটি প্রচার হয়েছে, তাতে স্পর্শকাতর এ কূটনৈতিক বিষয়টির কোনো উল্লেখ ছিল না।

আরও পড়ুনবিদ্রোহীদের বিষয়ে সতর্ক করেছিল ইরান, শোনেননি বাশার আল-আসাদ১২ ডিসেম্বর ২০২৪আল–শারার প্রশংসা করলেন পুতিন

আল-শারাকে স্বাগত জানিয়ে পুতিন দুই দেশের মধ্যকার কয়েক দশকের ‘বিশেষ সম্পর্কের’ প্রশংসা করেছেন। রুশ প্রেসিডেন্টের দাবি, মস্কো সব সময় সিরীয় জনগণের স্বার্থকে বিবেচনায় রাখে এবং তাঁর সরকার এই সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে চায়।

পুতিন সিরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনেরও প্রশংসা করেছেন। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। পুতিনের মতে, এই প্রক্রিয়াটি সব রাজনৈতিক শক্তির মধ্যকার সম্পর্ককে দৃঢ় করবে।

শারাকে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এটা আপনার জন্য বড় সাফল্য। কারণ, এর মধ্য দিয়ে সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সিরিয়া কঠিন সময়ের মধ্যে থাকা সত্ত্বেও এটি সিরিয়ার সব রাজনৈতিক শক্তির মধ্যে সহযোগিতামূলক সম্পর্ককে দৃঢ় করবে।’

আল-শারাকে স্বাগত জানিয়ে পুতিন দুই দেশের মধ্যকার কয়েক দশকের ‘বিশেষ সম্পর্কের’ প্রশংসা করেছেন। রুশ প্রেসিডেন্টের দাবি, মস্কো সব সময় সিরীয় জনগণের স্বার্থকে বিবেচনায় রাখে এবং তাঁর সরকার এই সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে চায়।

সিরিয়ায় ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলাকালে সরকারবিরোধী অবস্থানে থাকা শারাদের সঙ্গে  রাশিয়ার সম্পর্কটা ছিল বিপরীতমুখী। তা সত্ত্বেও সিরিয়ার নতুন শাসকেরা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবমুখী অবস্থান নিয়েছেন। অন্যান্য বিদেশি শক্তির মতো রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চাইছেন তাঁরা।

যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং সিরিয়ার বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে দামেস্কের জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনপুতিনের আশ্রয়ে বাশার আল-আসাদের অনিশ্চিত ভবিষ্যৎ১৪ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল শ র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে শহরে ইসলামী আন্দোলনের মানববন্ধন

দেশের রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই কোন পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, জনগণের স্বার্থেই মানুষের দাবি মেনে পছন্দমতো পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।

মানববন্ধনে তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন ইউনিট এখন পর্যন্ত প্রায় অকার্যকর। এমতাবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না। কাজেই অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন। পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না।

দাবিসমূহ হলো- আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও ওই আদেশের ওপর গণভোট; আগামী নির্বাচনে উভয় কক্ষে (দুই কক্ষে) পিআর পদ্ধতি প্রবর্তন; সকলের জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন; গতকালকের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যমানতা নিশ্চিতকরণ; স্বৈরাচারের সহযোগী হিসেবে উদ্ভূত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধের দাবি (প্রস্তাবিত)।

মানববন্ধন সঞ্চালনা করেন সেক্রেটারি সুলতান মাহমুদ। অনুষ্ঠানে নগর সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার-দাওয়াহ সম্পাদক বিলাল খানসহ অন্যান্য জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সার না পেলে কৃষকদের ডিসি অফিস ঘেরাওয়ের পরামর্শ মির্জা ফখরুলের
  • জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের রাজনীতি
  • সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল
  • আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করব না: নাহিদ 
  • ৫ দফা দাবিতে শহরে ইসলামী আন্দোলনের মানববন্ধন
  • টাউন হল সাংস্কৃতিক সংগঠনের ঠিকানা আর কবে হবে
  • ‘মন্ত্রী-এমপিরা জেলে থাকতে পারলে জনগণের কর্মচারীরা কেন নয়?’
  • কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে
  • আমাদের রাজনীতি হলো জনগণের জন্য : সাখাওয়াত