Samakal:
2025-11-03@05:51:29 GMT

মৃত গাছের জানাজা

Published: 16th, January 2025 GMT

মৃত গাছের জানাজা

কেটে ফেলা চারটি গাছকে মোড়ানো হয়েছে কাফনের কাপড়ে; যেন লাশ পড়ে আছে। এ গাছগুলোই তীব্র রোদে ছায়া দিত; নির্মল বাতাস দিত। পরিবেশবিদরা বলছেন, এসব গাছের মৃত্যুর জন্য অপরিকল্পিত উন্নয়ন দায়ী। গাছেরও প্রাণ আছে– এ কথা যেন কেউ ভুলে না যান। তাই কাটা গাছগুলোতে কাফনের কাপড় মুড়িয়ে শোক কর্মসূচির পালন করা হয়েছে।

উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাাম্প নির্মাণ করতে গিয়ে পান্থকুঞ্জ পার্কের প্রায় ৪০ প্রজাতির দুই হাজার উদ্ভিদ ধ্বংস করা হয়েছে। র‌্যাম্প নির্মাণ বন্ধ করে পান্থকুঞ্জ পার্ক ফিরিয়ে দেওয়ার দাবিতে ৩৪ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। প্রতিদিন নানা আয়োজনে পার্ক রক্ষার দাবি জানানো হচ্ছে। গতকাল বুধবার রাতে পালন করা হয় মৃত গাছের জানাজা ও শোকসভা।

বক্তারা বলেন, গাছ কেটে, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন নয়। পরিবেশ ধ্বংসকারী উন্নয়ন মানুষের কোনো কাজে আসে না। তারা গাছ হত্যাকারীদের দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বাকি একটি গাছেও হাত না দেওয়া আহ্বান জানান। তারা বলেন, এ শহর কারও একার নয়। সবার সঙ্গে আলোচনা করে উন্নয়ন করতে হবে। এ শোক গাছের জন্য প্রকৃতি ও প্রতিবেশের জন্য।

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব বলেন, আজকের এ শোকসভা গাছের জন্য, পরিবেশের জন্য। এ রকম একটি গাছ তৈরি করতে মানুষের পুরো জীবন লেগে যায়। অথচ উন্নয়নের ডামাডোলে গাছের জীবন রক্ষা পায় না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য পর ব শ

এছাড়াও পড়ুন:

ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ

পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ