সীমান্তে বেড়া দেওয়া বন্ধ হলেও, নির্মাণসামগ্রী সরায়নি বিএসএফ
Published: 22nd, January 2025 GMT
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে বিজিবি’র পতাকা বৈঠকের পর কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হলেও এখন পর্যন্ত সেখান থেকে নির্মাণসামগ্রী সরানো হয়নি।
মঙ্গলবার ভোরে বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উচনা সীমান্তের জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে পিছু হটে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকে বসে। এরপর কাঁটাতারের বেড়া তুলে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএসএফ।
জানা যায়, বিএসএফ কাঁটাতারের বেড়া সরালেও এখন পর্যন্ত নির্মাণ সামগ্রী সরায়নি। তবে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উচনা এলাকার বাসিন্দা আব্দুল বাছেদ বলেন, গতকাল থেকে আতঙ্কে রাত যাপন করেছি। এ অবস্থায় কখন যে কি হয় তা বলা যায় না। এর আগেও বিএসএফ সদস্যরা দুইবার বেড়া দিতে এসেছিল। তখনও বিজিবির বাধায় বিএসএফের সদস্য সড়ে গেছে। আমরা আতঙ্কে জীবন যাপন করছি। এর একটা সমাধান চাই আমরা।
আরেক বাসিন্দা আরিফুর রহমান বলেন, এমনিতেই ঠান্ডা, তারপর প্রচণ্ড কুয়াশা। এর মধ্যে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যা শুরু করেছে, তা আর ভাল লাগছে না। যতসব অশান্তি সীমান্তের লোকজনদের। এভাবে আর কতদিন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
বাংলা ওটিটির নিয়মিত দর্শকেরা ভালো করেই জানেন—যে গল্পে থাকেন শিহাব শাহীন, সেখানে থাকে প্রেম, আবেগ, আর বাস্তব জীবনের মৃদু জটিলতা। এবার সেই নির্মাতা ফিরছেন নতুন এক প্রেমের গল্প নিয়ে। চরকি অরিজিনাল ফিল্ম ‘তোমার জন্য মন’ মুক্তি পাবে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর)। সিনেমাটিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনী।
এর আগে গত বৃহস্পতিবার ৩০ অক্টোবর সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় সিনেমাটির মোশন পোস্টার ও ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ লিখেছেন, ‘চরকির ফিল গুড রোমান্সে এবার নতুন জুটি!’ কেউ–বা বলেছেন, ‘ইয়াশ–তটিনীর কেমিস্ট্রি দেখতে মুখিয়ে আছি।’
নতুন প্রেম, নতুন জুটি
‘তোমার জন্য মন’–এর গল্পে মফস্সলে বেড়ে ওঠা দুই তরুণ–তরুণীর সম্পর্ক উঠে এসেছে। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্প। এর আগে চরকির সঙ্গে কী ধরনের গল্প করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এবার গল্পটা আমি নিজেই নির্ধারণ করেছি। শুরু থেকেই জানতাম, এই গল্পটা আমি বানাতে চাই।’
গল্পের ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমাদের কিছু প্রবাদ আছে—“বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়”, “জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো”—এই ভাবনা থেকেই গল্পটা এসেছে। অনেক সময় মানুষের নাম বা পরিচয় বড় হয়ে ওঠে, কিন্তু আসলে মানুষ বড় হয় তার কাজেই। এই দর্শনটাই গল্পের কেন্দ্রে।’
পিউ আর রওনকের গল্প
এই সিনেমায় তটিনী অভিনয় করেছেন পিউ চরিত্রে। নির্মাতার অফিসে গল্প শুনেই তিনি কাজটি করার সিদ্ধান্ত নেন। সেই দিনের কথা মনে করে তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেক শুনে ভেবেছিলাম, এরপর কী হবে আন্দাজ করতে পারব, কিন্তু এমন মোড় নিল যে সেটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সেই বিস্ময়টাই আমাকে আকৃষ্ট করেছে।’ তটিনীর ভাষায়, ‘পিউ একটু আবেগপ্রবণ ও সিদ্ধান্তহীনতায় ভোগা মেয়ে। একটা ঘটনার পর সে নিজের জীবনের কিছু দিক বুঝে নেয়, আত্মোপলব্ধি ঘটে। এই চরিত্রটা অভিনয় করা আমার জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল।’