সিনেমাপ্রেমী কোটি দর্শকের কৌতূহলের অন্যতম বিষয় একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। কোন ছবি হতে পারে অস্কার সেরা, কার হাতে উঠতে পারে এ পুরস্কার– তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। সেই জল্পনা-কল্পনার সূচনা মনোনয়ন তালিকা প্রকাশের পর। বলা যায়, মনোনয়ন ঘোষণার পর থেকেই একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে সিনেমাপ্রেমীদের প্রহর গুনে যাওয়া শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে মতপ্রকাশ ও তর্ক-বিতর্ক। এবার তার ব্যতিক্রম হবে বলে অনুমান চলচ্চিত্র বোদ্ধাদের। কেননা, এরই মধ্যে মনোনয়ন ঘোষণার পর্ব শেষ হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে শুরু হয় মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান। এতে একাডেমি সভাপতি জ্যানেট ইয়েং ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল ক্র্যামার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এরপর একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং। অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এ আয়োজন।
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের বড় চমক উঠে এসেছে লাতিন আমেরিকান স্প্যানিশ ভাষায় নির্মিত ফরাসি সিনেমার ‘এমিলিয়া পেরেজ’-এর সর্বাধিক শাখায় মনোনয়ন পাওয়া। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ মোট ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’; যার কাহিনি গড়ে উঠেছে ম্যাক্সিকো সিটির স্বল্প পরিচিত অ্যাটর্নি রিটা মোরা কাস্ত্রোকে নিয়ে। যিনি একজন মিডিয়া ব্যক্তিত্বের স্ত্রীর হত্যা মামলার কাজ করে যাচ্ছিলেন।
রিটা মামলা জিতে গেলেও এ নিয়ে তাঁর মনে সংশয় কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, মহিলাটি আসলে আত্মহত্যা করেছেন। এমন সময় রিটা একটি লোভনীয় অফারসহ একটি বেনামি কল পান। এরপর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। এমন কাহিনি নিয়ে নির্মিত ‘এমিলিয়া পেরেজ’ মুক্তির পর থেকেই ছিল দর্শক আলোচনায়। যে কারণে অস্কারে সর্বাধিক শাখায় মনোনয়ন পাওয়ার বিষয়টি অবাক করেনি সাধারণ দর্শক ও চলচ্চিত্র বোদ্ধাদের।
এদিকে ‘এমিলিয়া পেরেজ’-এর পরেই অস্কার দৌড়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়ে আলোচনা উঠে এসেছে ব্লকবাস্টার সিনেমা ‘উইকেড’। এ ছাড়া সাহিত্যে নোবেলজয়ী কণ্ঠশিল্পী বব ডিলানের জীবনী নিয়ে নির্মিত ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি করে মনোনয়ন পেয়েছে।
অন্যদিকে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি এবং ‘ডুন: পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমা দুটি ৫টি করে মনোনয়ন পেয়েছে। আয়োজনসূত্র জানিয়েছে, আগামী ২ মার্চ আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। উপস্থাপনা করবেন কনান ও’ব্রায়েন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।