একাদশ বিপিএলে কলঙ্কের দাগ লেগেছে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের সম্মানীর টাকা না দেওয়ায়। সম্মানীর দাবিতে চট্টগ্রামে অনুশীলন বয়কট করে সাড়া ফেলে দিয়েছিলেন তাসকিন আহমেদরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জরুরি ভিত্তিতে চট্টগ্রামে গিয়ে রাজশাহীর স্বত্বাধিকারী ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানের কাছ থেকে ২৫ শতাংশ টাকা আদায় করে ক্রিকেটারদের দেওয়ায় সে যাত্রায় ম্যাচ বয়কট থেকে বেঁচে যায়। 

ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগে দ্বিতীয় ২৫ শতাংশের টাকা পরিশোধ করার কথা ছিল। গতকাল পর্যন্ত সে টাকা না পাওয়ায় ক্রিকেটাররা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে।

পরিস্থিতি বেগতিক দেখে বিসিবি সভাপতি দেশি ক্রিকেটারদের ম্যাচ খেলার জন্য মাঠে আসার অনুরোধ জানান। বিসিবির একজন পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেন, ‘ক্রিকেটারদের রাজি করাতে অনেক কষ্ট হয়েছে। বোর্ড সভাপতি টাকা পাওয়ার নিশ্চয়তা দেওয়ার পর ম্যাচ খেলতে রাজি হন ক্রিকেটাররা। খুব কঠিন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে। ক্রিকেটারদের ধন্যবাদ, দেরিতে হলেও ম্যাচ খেলতে আসায়। কোনো কারণে ম্যাচ ওয়াকওভার গেলে মহাকেলেঙ্কারি হতো।’

দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমান বিশ্বের কাছে বিপিএলের সম্মানহানি করেছেন ক্রিকেটারদের সম্মানী না দিয়ে। খেলোয়াড়দের জার্সিও দেওয়া হয়নি ঠিকভাবে। কিট ব্যাগ পাননি ইয়াসির আলী রাব্বিরা। বাংলাদেশের ক্রিকেটকে যা বিশ্বের কাছে নত করেছে বলে মনে করেন ক্রিকেটাররা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত

ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?

ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’

ধাওয়ান পাকিস্তান ম্যাচ না খেলার পক্ষে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সেমিফাইনালে প্রতিপক্ষ সেই পাকিস্তান, কী করবে ভারত