নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি বাণিজ্যিক পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় ১ লাখেও বেশি হাঁস মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ। সাফোক কাউন্টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরীক্ষার মাধ্যমে ১৭ জানুয়ারি উক্ত ফার্মে বার্ড ফ্লু শনাক্ত করেন। 

নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৬৬ মাইল পশ্চিমে অবস্থিত ডাক ফার্মটির মালিক আকুয়েবোগের ক্রিসেন্ট ডাক। গত সপ্তাহে তারা প্রথম লক্ষ্য করেন যে উক্ত ফার্মের হাঁসের ঝাঁক অসুস্থ। সাফোক কাউন্টি স্বাস্থ্য বিভাগ পরীক্ষার মাধ্যমে ফার্মে বার্ড ফ্লু শনাক্ত করেন।

লং আইল্যান্ডের শেষ বাণিজ্যিক হাঁসের ফার্মটি বন্ধ করতে এবং ১ লাখেরও বেশি হাঁস নিধনের প্রক্রিয়া শুরু করতে বাধ্য করা হয়েছে। এই প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহের কিছু বেশি সময় লাগবে। সাফোক কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড.

গ্রেগসন পিগট বলেন, দুঃখজনকভাবে এমন পরিস্থিতিতে এখন পুরো ঝাঁক নিধন করা ছাড়া আর কোন উপায় নেই, কেননা একটি ঝাঁক সংক্রমিত হয়েছে। 

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত কোনো ফার্ম কর্মীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা সংস্পর্শে আসা কর্মীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছেন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পরীক্ষা ও প্রতিরোধমূলক ওষুধ প্রদান করছেন। ড. পিগট জানিয়েছেন যে ওষুধগুলোর মধ্যে রয়েছে ট্যামিফ্লু এবং ট্যামিভির।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফার্মের মালিককে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন সঠিকভাবে হাত ধোয়া এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে শিক্ষাও প্রদান করা হচ্ছে। পিগট আরও বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি খুবই কম কারণ এই ভাইরাস বর্তমানে মানুষের মধ্যে সংক্রমিত হয় না। সম্পূর্ণ তদন্ত চলছে কারণ সংক্রমিত পাখি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা কর্মীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

সাফোক কাউন্টি স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে এবিসি  নিউজের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। এবিসি নিউজ ক্রিসেন্ট ডাক ফার্মের কাছে মন্তব্য চেয়ে একটি বার্তা রেখে গেছে। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মার্কিন যুক্তরাষ্ট্রে পোল্ট্রি এবং ডেইরি গরুর মধ্যে প্রাদুর্ভাব ঘটাচ্ছে, সাম্প্রতিক মানব কেস পোল্ট্রি এবং ডেইরি কর্মীদের মধ্যে দেখা গেছে।

২০২৪ সালের এপ্রিল থেকে দেশে মানব কেস সনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ১০টি রাজ্যে ৬৭টি নিশ্চিত কেস রয়েছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী। বৃহস্পতিবার পর্যন্ত নিউ ইয়র্কে কোনো মানব কেস রিপোর্ট করা হয়নি।

মানব কেসগুলোর বেশিরভাগই মৃদু হয়েছে এবং রোগীরা পুরোপুরি সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত কেবল লুইজিয়ানায় ৬৫ বছরের বেশি বয়সী, অন্যান্য চিকিৎসাগত সমস্যা থাকা একজন রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। সিডিসি এবং অন্যান্য জনস্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে বর্তমানে মানব থেকে মানব সংক্রমণের কোনো প্রমাণ নেই এবং সাধারণ জনগণের জন্য ঝুঁকি কম।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন উইয র ক

এছাড়াও পড়ুন:

ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ

পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ