আবারো রাজশাহীর ক্রিকেটারদের চেক বাউন্স
Published: 28th, January 2025 GMT
দুর্বার রাজশাহী গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ফেলেছে। দলটির সামনে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওয়া দলটির ক্রিকেটারদের পারিশ্রমিকের চেক আবারো বাউন্স করেছে।
জানা গেছে, সবার চেক বাউন্স হয়নি। সৌভাগ্যবান কয়েকজন ক্রিকেটার টাকা পেয়েছেন। অথচ চেক হাতে পেয়ে খুশিতে ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে সেলফি দিয়েছিলেন।
এর আগে বিপিএলের চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন। ম্যাচও বয়কট করতে চেয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
বিসিবি আশ্বস্ত করায় ম্যাচ খেলেছিলেন এনামুল-তাসকিন-বার্লরা। তাসকিনদের অবশ্য ওই যাত্রায় ২৫ শতাংশ ক্যাশে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। কথা ছিল, চেকের মাধ্যমে আরও ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হবে। কিন্তু তারা তা পাননি।
যে কারণে ঢাকা পর্বে ম্যাচ বয়কট করেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিদেশি ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচও খেলে দুর্বার রাজশাহী।
ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিব জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে সকলে পারিশ্রমিক পেয়ে যাবেন। পারিশ্রমিক না দিলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বারবার প্রতারণা করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত
কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। এই ব্যবস্থার মধ্যে পড়লেন দেশটির তারকারা। ভারতের বিনোদন জগতেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে।
ভারতশাসিত কাশ্মীরের পেলেহগামের বৈসরণ এলাকায় গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হন। ভারতের পক্ষ থেকে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়। অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তের শূন্যরেখায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতে পাকিস্তানি তারকাদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর একটা বড় অংশ ভারতীয়। কিন্তু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে কাজ করছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো শিল্পীরা।