বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীরে মেয়ে খুশি কাপুর। নাক ও ঠোটের সার্জারির কারণে সম্প্রতি তাকে নিয়ে মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, খুশি কাপুরকে নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে তা নিয়ে এবার তিনি খোলামেলা কথা বলেছেন। 

নাকের সার্জারি, ঠোঁট ফিলারসহ একাধিক বিষয় নিয়ে এবার খোলামেলা কথা বললেন খুশি। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে কথা বলেন।

খুশি কাপুর বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় ব্যাপার। আমি প্লাস্টিক সার্জারিকে খারাপ ভাবে দেখি না কখনোই। এটা আমার কাছে কোনও ব্যাপারই না। বরং যার যার ব্যক্তিগত পছন্দ, আমি সেটাকে সাপোর্টও করি।’

তিনি জানান, ক্যারিয়ার শুরুর আগেই মানুষ তাকে নিয়ে নানা অনুমান করেছেন। নানা মন্তব্য করেছেন, যার বেশিরভাগটাই নেগেটিভ। তিনি এখন এসব সামলাতে শিখে গিয়েছেন। তাই তার খুব একটা যায় আসে না।

প্রসঙ্গত, খুশি ২০০০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং তার মা অভিনেত্রী শ্রীদেবী। তিনি মুম্বাইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে তার বিদ্যালয়-পাঠ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি নিউইয়র্ক সিটির নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে এক বছরের অভিনয় কোর্স করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ