বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীরে মেয়ে খুশি কাপুর। নাক ও ঠোটের সার্জারির কারণে সম্প্রতি তাকে নিয়ে মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, খুশি কাপুরকে নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে তা নিয়ে এবার তিনি খোলামেলা কথা বলেছেন। 

নাকের সার্জারি, ঠোঁট ফিলারসহ একাধিক বিষয় নিয়ে এবার খোলামেলা কথা বললেন খুশি। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে কথা বলেন।

খুশি কাপুর বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় ব্যাপার। আমি প্লাস্টিক সার্জারিকে খারাপ ভাবে দেখি না কখনোই। এটা আমার কাছে কোনও ব্যাপারই না। বরং যার যার ব্যক্তিগত পছন্দ, আমি সেটাকে সাপোর্টও করি।’

তিনি জানান, ক্যারিয়ার শুরুর আগেই মানুষ তাকে নিয়ে নানা অনুমান করেছেন। নানা মন্তব্য করেছেন, যার বেশিরভাগটাই নেগেটিভ। তিনি এখন এসব সামলাতে শিখে গিয়েছেন। তাই তার খুব একটা যায় আসে না।

প্রসঙ্গত, খুশি ২০০০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং তার মা অভিনেত্রী শ্রীদেবী। তিনি মুম্বাইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে তার বিদ্যালয়-পাঠ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি নিউইয়র্ক সিটির নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে এক বছরের অভিনয় কোর্স করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ