অ্যাটলেটিকোর বিতর্কিত পেনাল্টিতে ড্র মাদ্রিদ ডার্বি
Published: 9th, February 2025 GMT
কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ এই ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করলেও শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের প্রথমার্ধে বিতর্কিত এক পেনাল্টি থেকে অ্যাটলেটিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের সমতায় ফেরান এমবাপ্পে। এই ড্রয়ের ফলে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই থাকলো রিয়াল, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা আজ সেভিয়ার বিপক্ষে জিতলে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাতে পারবে।
মাদ্রিদ ডার্বিতে প্রথমবারের মতো মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচে আনচেলত্তি রক্ষণাত্মক কৌশলের বদলে এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে একসঙ্গে খেলান। প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকায় তেমন গোলের সুযোগ তৈরি হয়নি। মাঝমাঠের লড়াইয়ে খেলা গতি হারালেও ভিনি একবার সুযোগ পেয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
ম্যাচের ৩৫ মিনিটে বিতর্কের জন্ম দেয় অ্যাটলেটিকোর পেনাল্টি। রিয়ালের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি পেনাল্টি বক্সে সামুয়েল লিনোর পায়ে চাপ দিলে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে আলভারেজ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল। রদ্রিগোর ডানদিক থেকে বাড়ানো ক্রসে বেলিংহামের শট প্রতিহত হলে ফিরতি বলে গোল করেন এমবাপ্পে।
এরপর একাধিক সুযোগ পায় রিয়াল। বেলিংহামের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি শট অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ঠেকিয়ে দেন। ম্যাচের অন্তিম মুহূর্তে এমবাপ্পের শটও দারুণ দক্ষতায় রুখে দেন ওবলাক। ফলে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমেই শেষ হয় উত্তেজনাপূর্ণ এই ডার্বি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন এমব প প
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//