অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে দুদিনে গ্রেপ্তার ১৭৫
Published: 10th, February 2025 GMT
গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জের সাবেক এমপিসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে, মেট্রোপলিটন এলাকা থেকে ৭৯ জন ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ২১ জনকে। এর আগে, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৭৫ জনকে। গত দুই দিনে জেলায় গ্রেপ্তার হয়েছেন ১৭৫ জন।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
কুমিল্লা বোর্ডে ৯ কলেজে একজনও পাস করেনি
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অনুত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার চারটি কলেজ- নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চাঁনপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের ষাইটশালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।
লক্ষ্মীপুর জেলায় তিনটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। সেগুলো হলো- কামালনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, এবং রামগতির শীবগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়া কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং চাঁদপুরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকেও কেউ পাস করতে পারেনি।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, “শূন্য পাস পাওয়া প্রতিষ্ঠানের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান, শিক্ষক উপস্থিতি ও একাডেমিক কার্যক্রমে ঘাটতি রয়েছে। আগামী শিক্ষা বর্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন, “বোর্ডের লক্ষ্য শুধু ফল প্রকাশ নয়, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে খারাপ করছে, তাদের নিয়ে আলাদা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।”
ঢাকা/রুবেল/এস