Risingbd:
2025-11-03@05:57:34 GMT

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

Published: 12th, February 2025 GMT

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীরা হেরেছে ১৪২ রানের বড় ব্যবধানে।

এদিন ভারত আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। জবাব দিতে নেমে ৩৪.

২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানের বেশি করতে পারেনা ইংল্যান্ড।

ইংল্যান্ডের ইনিংসে কেউ-ই ফিফটি রানের ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৮টি করে রান করেন টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন বেন ডাকেট। এছাড়া জো রুট ২৪, ফিল সল্ট ২৩ ও হ্যারি ব্রুক করেন ১৯ রান।

আরো পড়ুন:

গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়

বিরুদ্ধ সময় কাটিয়ে সেঞ্চুরিতে রোহিতের আনন্দাশ্রু

বল হাতে ভারতের আরশদীপ সিং, হরষিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া সবাই দুটি করে উইকেট নেন।

তার আগে ভারত ব্যাট করতে নামে। সেখানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি ব্যক্তিগত ১ রানে। সেখান থেকে গিল ও কোহলি ১১৬ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। তাতে ১৮.৫ ওভারেই ভারতের রান হয়ে যায় ১২২।

এই রানের মাথায় কোহলি ফিরেন ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে। সেখান থেকে গিল ও আয়ার তৃতীয় উইকেট জুটিতে তোলেন আরও ১০৪ রান। দলীয় ২২৬ রানের মাথায় গিল ফেরেন। তার আগে ১০২ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে যান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

এরপর আয়ারের ৮ চার ও ২ ছক্কায় করা ৭৮ এবং ৩টি চার ও ১ ছক্কায় লোকেশ রাহুলের ৪০ রানের ইনিংসে ভর করে ভারত ৩৫৬ রান পর্যন্ত যায়।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্ক উড ৯ ওভারে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে নেন ২টি উইকেট।

১১২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গিল। আর সিরিজে ২৫৯ রান করে সিরিজ সেরাও হন তিনি।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন র ইন র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

৪২ বছর পর নিউ জিল‌্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ইংল‌্যান্ড

১৯৮৩ সাল আবার মনে করাল ইংল‌্যান্ড। নিউ জিল‌্যান্ডে গিয়ে সেবার ইংল‌্যান্ড ৩-০ ব‌্যবধানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। ৪২ বছর পর একই অভিজ্ঞতা হলো এবার তাদের।

আগেই সিরিজ নিশ্চিত করা নিউ জিল‌্যান্ড এবার আরো চেপে ধরেছিল ইংল‌্যান্ডকে। তবুও লড়াই করে ওয়েলিংটনে অতিথিরা ২২২ রানের পুঁজি পায়। হোয়াইটওয়াশের মিশনে থাকা নিউ জিল‌্যান্ডের ব‌্যাটিং তেমন ভালো হয়নি। লো স্কোরিং ম‌্যাচ জমে উঠে। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে হাতে ২ উইকেট রেখে লক্ষ‌্যে পৌঁছে যায় কিউইরা। ১৯৮৩ সালের পর প্রথম নিউ জিল‌্যান্ড ইংল‌্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করল।

টস হেরে ব‌্যাটিং করতে নেমে ইংল‌্যান্ড চরম বিপর্যয়ে পড়ে। ৯৭ রানে ৬ উইকেট হারায় তারা। ১০২ রানে তাদের শেষ স্বীকৃত ব‌্যাটসম‌্যান জস বাটলার (৩৮) আউট হন। তখন ধারণা করা হচ্ছিল অল্পতেই গুটিয়ে যাবে সাবেক বিশ্ব চ‌্যাম্পিয়নরা।

কিন্তু সেখানে ঢাল হয়ে দাঁড়ান ব্রাইডন চার্স ও জেমি ওভারটন। দুজন ৫৮ রানের জুটি গড়েন। যেখানে ব্রাইডন আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিয়ে ৪ ছক্কা ও ১ চারে ৩০ বলে ৩৬ রান করেন। ইংল‌্যান্ডের সর্বোচ্চ রানের জুটি আসে তাদের ব‌্যাটেই।

শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে ওভারটন আউট হন ৪১তম ওভারে। ৬২ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। এর আগে জেমি স্মিথ (৫), বেন ডাকেট (৮), জো রুট (২) ও হ‌্যারি ব্রুক (৬) দ্রুত আউট হন। দলের প্রথম ব‌্যাটসম‌্যান হিসেবে দুই অঙ্কের ঘরে যেতে পারেন পাঁচ নম্বরে নামা জ‌্যাকব মিচেল। তবুও ১১ রানের বেশি করতে পারেননি তিনি।

নিউ জিল‌্যান্ডের বোলিং ছিল নিয়ন্ত্রিত। ৬৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা ছিলেন ব্লায়ার টিকনার। ৩ উইকেট পেয়েছেন জ‌্যাকব টাফি। ২টি পেয়েছেন জ‌্যাক ফলকস।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৮ রান পায় কিউইরা। ডেভন কনওয়ে ৩৪ ও রাচীন রাভিন্দ্রা ৪৬ রান করেন। এরপর ছন্দ হারিয়ে ব‌্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। কিন্তু ডার্ল মিচেলের অনবদ‌্য ৪৪ ও শেষ দিকে মিচেল স্টানারের ২৭ রানে নিউ জিল‌্যান্ড লড়াইয়ে ফেরে। শেষ দিকে জ‌্যাক ফলকসের ১৪ ও ব্লায়ার টিকনারের ১৮ রানে নিউ জিল‌্যান্ডের জয় নিশ্চিত হয়।

ইংলিশদের হয়ে ২টি করে উইকেট নেন ওভারটন ও স‌্যাম কারান।

এই সিরিজে ইংল‌্যান্ডের ব‌্যাটিং একটুও ভালো হয়নি। প্রথম ম‌্যাচে ২২৩ ও দ্বিতীয়টিতে ১৭৫ রানে গুটিয়ে যায়। নিউ জিল‌্যান্ড জয় পায় যথাক্রমে ৪ ও ৫ উইকেটে। শেষ ম‌্যাচে খানিকটা প্রতিদ্বন্দ্বীতা গড়লেও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি ইংল‌্যান্ড।

বল হাতে ৪ উইকেট ও ব‌্যাটিংয়ে ১৮ রান করে ম‌্যাচ সেরা নির্বাচিত হন টিকনার। ১৭৮ রান করে সিরিজ সেরা ডার্ল মিচেল।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত নিবন্ধ

  • ৪২ বছর পর নিউ জিল‌্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ইংল‌্যান্ড
  • হার, হতাশা, হাহাকার