কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপদে চিরঞ্জীবী
Published: 13th, February 2025 GMT
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা চিরঞ্জীবী; ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের কাছে প্রেরণার নাম। কিন্তু সেই দক্ষিণি তারকাদের বাড়িতেই কন্যাসন্তান নিয়ে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য! সম্প্রতি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেতা ব্রহ্মানন্দমের ‘ব্রহ্মা আনন্দম’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন চিরঞ্জীবী। সেখানেই কন্যাসন্তান নিয়ে তাঁর এক নেতিবাচক মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের
এ অনুষ্ঠানে চিরঞ্জীবীকে বলতে শোনা যায়, বাড়িতে এত নাতনিরা আছে, নিজেকে লেডিস হোস্টেলের তত্ত্বাবধায়ক বলে মনে হয়। রামচরণকে বলেছি, এবার যেন ছেলে হয়। চিরঞ্জীবীর কথায়, ‘আমি সব সময় চাই আর ছেলে রামচরণকে বলিও যে অন্তত এবার যেন তোর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয়, আবার যেন ওর কন্যাসন্তান না হয়।’
এ মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের ঝড়! চিরঞ্জীবীর মতো বড় তারকার কাছ থেকে লিঙ্গবৈষম্যমূলক এমন মন্তব্যে অবাক হয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুনভক্তকে ধাক্কা দিয়ে তোপের মুখে রামচরণ১২ জুন ২০২৪এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি চিরঞ্জীবী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। তারকা হিসেবে এমন মন্তব্য করে থাকলেও অভিনেতার ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তাঁদের। একজন লিখেছেন, ‘এই শতকে দাঁড়িয়েও আপনার মতো একজনের কাছ থেকে এমন মন্তব্য!’ আরেকজন লিখেছেন, ‘আপনার মতো তারকার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত নয়।’
উল্লেখ্য, বিয়ের প্রায় ১১ বছর পর রামচরণ, উপাসনার সংসার আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। শখ করে দাদা চিরঞ্জীবীই নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবে এবার সেই চিরঞ্জীবীই কিনা লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স