রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজে গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করেছে। জীবনানন্দ দাশের জন্মদিনে উত্তরণ প্রতিবছর কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে।
সকালে মেলা উদ্বোধনকালে বিএম কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এই কলেজের ছাত্র ছিলেন। পরে এখানে অধ্যাপনা করেছেন। তাঁর স্মৃতি বিএম কলেজের পরতে পরতে জড়িত। কবিতায় আমাদের কাছে অমর হয়ে আছেন কবি।
এরপর জাতীয় সংগীত গেয়ে দেশের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কবির প্রতিকৃতিতে। জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া বরিশাল চারুকলার উদ্যোগে সোমবার নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক এক দিনের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//