Samakal:
2025-11-04@02:44:37 GMT

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

Published: 18th, February 2025 GMT

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজে গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করেছে। জীবনানন্দ দাশের জন্মদিনে উত্তরণ প্রতিবছর কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে।

সকালে মেলা উদ্বোধনকালে বিএম কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এই কলেজের ছাত্র ছিলেন। পরে এখানে অধ্যাপনা করেছেন। তাঁর স্মৃতি বিএম কলেজের পরতে পরতে জড়িত। কবিতায় আমাদের কাছে অমর হয়ে আছেন কবি।

এরপর জাতীয় সংগীত গেয়ে দেশের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কবির প্রতিকৃতিতে। জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বরিশাল চারুকলার উদ্যোগে সোমবার নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক এক দিনের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

মহাসড়কে আগুন জ্বালিয়ে নাটোরে রাজন সমর্থকদের প্রতিবাদ

নাটোরের লালপুরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন বঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা প্রতিবাদ করেন। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হিসেবে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার পরপরই এ আসনে মনোনয়ন বঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমান নামে এক সমর্থক আহত হন। এরপরই রাজনের কর্মী-সমর্থকরা লালপুর উপজেলার কদমচিনাল এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। 

এসময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় ড. ইয়াসির আরশাদ রাজনকে ফোন করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘‘মহাসড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়েছিল কিছু লোকজন। এতে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ