বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার উদ্যােগে শিক্ষকদের বিভিন্ন দাবীতে ডিসির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার আয়োজনে র‌্যালী বক্তব্য ও স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকবো, তবে জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন সহ যে উন্নায়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল রাখতে আহবান জানান। 

স্মারকলিপি প্রাদান শেষে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।

বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।  

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো.

ওমর ফারুক'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, সংগঠনের জেলা সভাপতি মো আশরাফুল ইসলাম, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ক ষকদ র স ম রকল প ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ

শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ  বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতা কামনায় দোয়া ও খাশি সাদকা 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ : মাসুম বিল্লাহ
  • আমাদের দায়িত্ব তরুণদের পাশে দাঁড়ানো : মাসুদুজ্জামান
  • পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রাজীব
  • ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ