ডিসির বরাবর নারায়ণগঞ্জে আর্দশ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি প্রদান
Published: 20th, October 2025 GMT
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার উদ্যােগে শিক্ষকদের বিভিন্ন দাবীতে ডিসির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার আয়োজনে র্যালী বক্তব্য ও স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকবো, তবে জেলা প্রশাসক গ্রীন এন্ড ক্লিন সহ যে উন্নায়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল রাখতে আহবান জানান।
স্মারকলিপি প্রাদান শেষে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।
বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ক ষকদ র স ম রকল প ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ব্যাংক লুটপাটের টাকা দিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে : মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হয়েছে। আমার বিশ্বাস এই নতুন সূর্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদেরকে পথ দেখাবে।
জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশ গ্রহণমূলক নির্বাচনের অপেক্ষা করছে। আপানারা জানেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা দেশের মানুষের টাকা ব্যাংক থেকে লুটপাট করে এস আলম গ্রুপের কাছে রেখেছে। সেই টাকা দিয়ে বর্তমানে খুনি হাসিনা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
হাসিনা ও তার পরিবার এমন ভাবে দেশের টাকা লুটপাট করেছে বর্তমানে সরকারি কর্মকর্তাদের বেতন আটকে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় অথবা আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকা ৯০ দিনের মধ্যে মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি। যারা মাদক সেবন করেন তারা যদি সঠিক চিকিৎসা করাতে না পারেন তাহলে গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের অর্থায়নে চিকিৎসা করাবো।
আমি জানি এই এলাকায় কয়েকজন ভূমিদস্যু আছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভালো হয়ে যান। যদি ব্যবসা করতে চান তাহলে সাধারণ মানুষদের জিম্মি না করে ন্যায্য মূল্যে জমি ক্রয় বিক্রয় করেন। বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুক্তুল এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম ময়ূর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম হিরা, নারায়ণগঞ্জজেলা বিএনপির সাবেক সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো. নাছির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সাধারণ সম্পাদক রাকিব দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মাষ্টার, মো. রাজা মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমন রাজু, সহ-সাধারণ সম্পাদক সম্্রাট আকবর, যুবদল নেতা মো. ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান শাহিন, মিন্টু, মো. দুলাল হোসেন, ছাত্রদল নেতা শাওন, স্বপন, অভি ও পাপ্পু সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।