ভৈরবে একুশে বইমেলায় ‘প্রীতিলতা’ মঞ্চস্থ
Published: 22nd, February 2025 GMT
বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবনকর্ম নিয়ে লেখা নাটক ‘প্রীতিলতা’ মঞ্চস্থ হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে একুশে বইমেলার মঞ্চে। শুক্রবার নাটকটি মঞ্চস্থ করে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুমাইয়া হামিদ।
নাটকটির কাহিনি এগিয়েছে প্রিয় স্বদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করতে প্রীতিলতার বিপ্লবী হয়ে ওঠার প্রেক্ষাপট ও জীবনদানের ঘটনাকে উপজীব্য করে। নাটকে দেখা যায়, ব্রিটিশ শাসনামলে কোন পরিস্থিতিতে সূর্য সেন ও প্রীতিলতারা অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে। নেমেছিলেন সশস্ত্র সংগ্রামে।
প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন ভৈরব বন্ধুসভার সহসাংস্কৃতিক সম্পাদক অন্বেষা। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বী। অন্যান্য চরিত্রে অভিনয় করেন বন্ধু নাফিস রহমান, রাহিম আহমেদ, মেধা, মাহিন, তানু, প্রীতি, মোশারফ, অনিক, নিধি, মুনিয়া, হাবিবুল্লাহ ও শ্রেষ্ঠা।
নাটক শেষে প্রতিক্রিয়া জানান, ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।
মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।
মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ