অদ্বিতীয়া বৃত্তি আমার জন্য বড় আশীর্বাদ
Published: 23rd, February 2025 GMT
অহনা বাড়াইক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট
আমার বাবা একজন ট্যুরিস্ট জিপচালক। কাজটা যেহেতু মৌসুমের ওপর নির্ভর করে, তাই সারা বছর আয় একই রকম থাকে না। পরিবারের ভরণপোষণ, খরচ চালাতে তাঁর বেশ কষ্ট হয়। আমি ও আমার ছোট বোন দুজনই পড়ালেখা করছি। আমাদের শিক্ষার খরচ মেটানোও বাবার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাই আমরা দুজন ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ে আসার পথে আমাকে অনেক সংগ্রাম ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আগে নার্সিংয়ে ভর্তি হয়েছিলাম। কিন্তু সেই পড়ার খরচ জোটানো বাবার জন্য দিন দিন কঠিন হয়ে পড়েছিল। বাধ্য হয়েই নার্সিং পড়া ছেড়ে দিই। প্রায় তিন মাস বাড়িতে বসে ছিলাম। ভেবেছিলাম, পড়ালেখাটা হয়তো আর হবে না। এমন সময় একদিন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের একটি বিজ্ঞপ্তি চোখে পড়ে। সিদ্ধান্ত নিই, একবার চেষ্টা করে দেখব। সুযোগ পেয়ে যাওয়ার পর পড়াশোনা শুরু করি নতুন উদ্যমে।
‘অদ্বিতীয়া’ বৃত্তি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার পথে এটুকু সমর্থন আমার খুব প্রয়োজন ছিল। আমার হাতখরচ, বোনের পড়ালেখার খরচ—দুটো সামাল দিতে বাবাকে এখনো হিমশিম খেতে হয়। যে লড়াই আমরা পুরো পরিবার মিলে করছি, আশা করি শেষ পর্যন্ত এর সুফল পাব।
চা-শ্রমিক সম্প্রদায়ের জন্য কিছু করতে চাই নাজিয়া আক্তার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//