কখন জানা যাবে জার্মানির নির্বাচনী ফলাফল
Published: 23rd, February 2025 GMT
আজ রবিবার জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন। বেশ ঠান্ডা থাকলেও জার্মানিজুড়ে রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এই চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে জার্মানির ২১তম জাতীয় নির্বাচন। নির্বাচনে ভোটারদের সমাগম বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয়, এক ঘণ্টা পরেই নির্বাচনের প্রাথমিক ফলাফল জানা যাবে। দীর্ঘদিন ধরে জার্মানিতে এই প্রথা বহাল রয়েছে।
ভোটাররা সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের ভোট দিতে পারবেন, তারপর গণনা শুরু হবে। এবারের নির্বাচনে জার্মানজুড়ে প্রায় ৬৫ হাজার ভোটকেন্দ্রে ৬ লাখ ৭৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। জার্মানিতে প্রায় ৫ কোটি ৯২ লাখ মানুষ এবার ভোট দেওয়ার জন্য ৬ সপ্তাহ আগেই কার্ড পেয়ে গেছেন।
জার্মানির কেন্দ্রীয় রিটার্নিং অফিসার উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে সেলফি বা ছবি তোলা নিষিদ্ধ। এ ছাড়া শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যেতে মানা করা হয়েছে।
শেষ জরিপ অনুসারে, চ্যান্সেলর প্রার্থী ফ্রেডরিখ মের্ৎস ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলসহ ইউনিয়ন (সিডিইউ ও সিএসইউ) সম্ভবত সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে উঠবে। তারপরে থাকবে কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি)। এরপর বর্তমানের ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) এবং চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।
জার্মানির লাখ লাখ মানুষ নির্বাচনের প্রথম পূর্বাভাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আজ সন্ধ্যায় নির্বাচন শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক জরিপ জানা থাকলেও নির্বাচন নিয়ে উত্তেজনা রয়েছে, আগামী বছরগুলোতে জার্মানি কে শাসন করবেন। কে হবেন নতুন চ্যান্সেলর। কোন দল কার সঙ্গে জোট বেঁধে দেশ চালাবে।
জার্মানিতে নির্বাচনের রাতেই নির্বাচন গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে জাতীয় নির্বাচনের প্রথম পূর্বাভাস আসে। তারা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে, যা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়ে গেছে। কিছু কেন্দ্রের ফলাফল জানার পরেই প্রতিনিধিত্বমূলকভাবে নির্বাচনী এলাকার ফলাফলগুলো আনুমানিকভাবে বিশ্লেষণ করা হয়। যত বেশি আনুষ্ঠানিক আংশিক ফলাফল পাওয়া যাবে, অনুমানগুলো তত বেশি নির্ভুল হয়। গত জাতীয় নির্বাচনে, প্রথম পূর্বাভাসগুলো ভোট শেষ হওয়ার ১৫ মিনিট পরেই, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জানানো হয়েছিল।
সব ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রিটার্নিং অফিসাররা নির্বাচনের রাতে অস্থায়ী ফলাফল ঘোষণা করবেন। এর ভিত্তি হলো জার্মানির ১৬টি রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষের প্রতিবেদন, যা পুরো দেশের নির্বাচনী এলাকার ফলাফল প্রকাশ করে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বার্লিনের অনতিদূরে পটসডামে তাঁর ভোট দিয়েছেন। ভবিতব্য চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস ভোট দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকা হোকসাউরল্যান্ড জেলার আর্নসবার্গে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফল ফল
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে