শিশুদের কোমল মনে নানা রকম কল্পনা বাসা বাঁধে, স্বপ্ন উঁকি দেয়। স্বপ্ন লোকের ডানায় চড়ে শিশুরা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ায়। শিশু মনের সেলুলয়েডকে প্রাণবন্ত করার মত চমৎকার কিছু ছড়া বইটিকে সমৃদ্ধ করেছে।

শিশুদের উন্মাদনা, চঞ্চলতা, দলবেঁধে খেলাধুলা, পশু-পাখিদের সাথে বন্ধুত্ব, দুষ্টুমি ইত্যাদি ফুটে উঠেছে বইয়ের ভাঁজে ভাঁজে।

এবারের একুশে বইমেলায় এসেছে কবি ও ছড়াকার মতিউর জিসানের শিশুতোষ বিষয়ক প্রথম ছড়ার বই ‘ব্যাঙ রাজার রাজ্যে’।

চিরদিন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি বইমেলায় ৬২৭-৬২৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।

বইয়ের মূল্য ২০০ টাকা টাকা, এর ওপর ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে বইটি। পাশাপাশি বিন্দু প্রকাশনী, রকমারিতেও পাওয়া যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ