আওয়ামী লীগ সরকারের পতনের অর্ধবছর পার হয়ে গেল। সরকারের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলটিরও পতন ঘটেছে, বললে ভুল হবে না। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা হয় দেশত্যাগী, না হয় দেশেই আত্মগোপনে অথবা কারাগারে। এর মধ্যে দলটি নিষিদ্ধের দাবিও উঠেছে। সর্বশেষ, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গণহত্যায় জড়িত নয়– আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই’ (সমকাল, ১৮ ফেব্রুয়ারি ২০২৫)।

তার মানে, আওয়ামী লীগের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়েছে। শুধু এবারই নয়; ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি বারবার পরীক্ষার মধ্যে পড়েছে; বিপদের খাদে গিয়ে ঠেকেছে। সেই খাদ থেকে আবার ঠিক ঠিক সাংগঠনিক কৌশল দিয়ে দলের কর্মী-সমর্থককে সংগঠিত করে ঘুরে দাঁড়িয়েছে।
একইভাবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিরও ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। ফলে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি থেকে এর নেতৃত্বের যেমন, তেমনি অপরাপর দলেরও শেখার আছে। কারণ সময়ের পালাবদলে স্রোতের অনুকূলে যত কথাই চলুক, ইতিহাস বিজয়ী এবং পরাজিত উভয় পক্ষকেই পরীক্ষার মধ্যে রাখে। প্রশ্ন হচ্ছে, এবার কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? পারলে, সেটা কীভাবে সম্ভব?

১.

দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা 
আওয়ামী লীগ নেতৃত্বের দরকার আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধির প্রত্যয়। ১৫ বছর ভালো বা মন্দ যা-ই করেছেন; অকপটে অতীতের সব ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কেবল বিবৃতি নয়; ভুল স্বীকারের জন্য মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যেতে হলে গণতান্ত্রিক আবহের জন্য অপেক্ষা করতে হবে, তা যেমন ঠিক; তাই বলে বসে থাকাও চলবে না। বিশেষত গণতন্ত্রের পক্ষের দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করতে হবে। তাদের সঙ্গে কিছু বিষয়ে সমঝোতায় আসতে হবে। মনে রাখতে হবে, দেশ ও দলের স্বার্থে আপসরফা ইতিবাচক রাজনীতিরই অংশ। রাজনীতিকে মনে করা হয় ‘আপসরফা শিল্পের চূড়ান্ত রূপ’। রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বরফ গলানোর দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনেও অনেক রয়েছে।
১৯৭৫ সালের পর ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগের জন্য প্রথম নির্বাচনী রাজনীতিতে উল্লেখযোগ্য বিপ্লব ঘটিয়েছিলেন প্রয়াত মেয়র হানিফ। ১৯৯৪ সালে ঢাকা নগর সংস্থার প্রথম নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে জয়ী হয়েছিলেন। মানুষ আওয়ামী লীগ এবং তাঁর কথায় আস্থা রেখেছিল। তিনিও সেই বিশ্বাস রেখেছিলেন। অতীতের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে ঢাকাবাসীর কাছে একটি সুযোগ চেয়েছিলেন। 
আওয়ামী লীগ নেতাদের নিজের ঢোল পেটানোর চর্বিতচর্বণ বক্তৃতা যথেষ্ট হয়েছে। এসব বক্তৃতার কারণে বরং নবীন প্রজন্মের বড় অংশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। তাদের কথা, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সঙ্গে আওয়ামী লীগের ফারাক দূর করার জন্য বরং করণীয় নির্ধারণ করতে হবে।

২. পুঁজিপতিদের খপ্পর থেকে মুক্তি 
মনে রাখতে হবে, আওয়ামী লীগ ছিল মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দল। কিন্তু গত দেড় দশকের সুসময়ে এক দল অলিগার্ক বা লুটেরা পুঁজিপতি দলটিতে নেতাগিরি ফলিয়েছে। দলের বিপদের সময় এই ধনিক চক্র নিরাপদে চলে গেছে বা নতুন প্রতিপক্ষ দলের সঙ্গে আলগোছে ভিড়ে গেছে। গরিব কর্মী-সমর্থকই মার খাচ্ছে; জেল-জুলুমের মুখে পড়েছে; মারাও পড়ছে। বিপদ কেটে গেলে সেই ধনিক শ্রেণি যদি আবার দলের নিয়ন্ত্রণ নেয়, তাহলে দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখি না। শেখ হাসিনার নেতৃত্বেই গত সাড়ে চার দশকে দলের মধ্যে ধনিক শ্রেণির নিয়ন্ত্রণ ক্রমান্বয়ে বেড়েছে এবং শেষতক কুৎসিত পর্যায়ে চলে এসেছিল, যা সরকার ও দলের বিপর্যয়ের অন্যতম কারণ। এ চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।  
আমরা আমআদমি যা জানি, আওয়ামী লীগ নেতৃত্ব তা জানে না, এমন নয়। আম আদমিদের কথা ধরে দলটি কর্মপরিধি ও করণীয় ঠিক করবেন, তা মনে করার কারণ নেই। কিন্তু মনে করিয়ে দিতে চাই, রাজনীতিতে ‘আমি’ আর ‘আমার’ আত্মঘাতী আত্মকেন্দ্রিক চেতনা এক ধরনের বালাই। রাজনীতি হচ্ছে সমষ্টিকে নিয়ে চলা। সমষ্টিকে নিয়ে চলতে হলে অন্যের ভাবনার সঙ্গে আত্তীকরণ বা কাছাকাছি আসার কৌশল রপ্ত করতে হয়।  

৩. নেতৃত্বের বিকেন্দ্রীকরণ
রাজনৈতিক দল ও সরকার যদি এক ব্যক্তিকেন্দ্রিক আর গোয়েন্দানির্ভর হয়, তার পরিণতি যে আখেরে ভালো হয় না– আওয়ামী লীগ তার সর্বসাম্প্রতিক উদাহরণ। দেশে দেশে এমন নজির ভূরি ভূরি।  
একজন মানুষ বা একজন নেতা সব সমস্যার সমাধান করতে পারেন; সমাধান দেওয়ার ক্ষমতা রাখেন– তাতে দোষের কিছু না। তিনি সব কৃতিত্বের ভারও নিতে পারেন। কিন্তু সব দোষ ও ব্যর্থতার ভার প্রকারান্তরে অবস্থা বুঝে যখন সেই একজনের ওপর এসে বর্তায়, তখন তিনি সেই ভার সইতে পারেন না। এই অবস্থায় সবকিছু ভেঙে পড়ে। আওয়ামী লীগের এমন বাস্তবতা থেকে বেরিয়ে আসার জন্য দলীয় কাঠামো নিয়ে ভাবার দরকার। তবে প্রথম যে কাজটি করতে হবে তা হলো, একজন মুখপাত্র বেছে নেওয়া।
গত ছয় মাসে একজন মুখপাত্র থাকলে দেশ-বিদেশের কূটনীতিকসহ নানা পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ কাজে লাগানো যেত। এতে দলটি আস্তে আস্তে পরিস্থিতির পক্ষে অনুকূল আবহ সৃষ্টি করে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে পারত। এর বদলে দলটি হয়ে পড়েছে সামাজিক মাধ্যমনির্ভর। এটি আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হচ্ছে। কারণ সামাজিক মাধ্যমের অনিশ্চয়তায় যে কোনো সময় দলটি যোগাযোগের শেষ হাতিয়ারও হারিয়ে ফেলতে পারে।

৪. থিঙ্ক ট্যাঙ্ক পুনর্গঠন
ক্ষমতার দেড় দশকে দলটির ‘থিঙ্ক ট্যাঙ্ক’ হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) যথেষ্ট তৎপর ছিল ইংরেজিনির্ভর ভাবনা উৎপাদন করতে। অথচ গরিব মানুষের সমর্থননির্ভর দলটির কয়জন মানুষ ইংরেজি পড়ে– সুসময়ের ঠিকাদাররা খোঁজ রাখেন? ভাষা আন্দোলনের গর্বিত ইতিহাসের অধিকারী দলটির থিঙ্ক ট্যাঙ্কারদের বাংলা ভাষায় বিরাগ ছিল কেন? সিআরআই টানা ছয় মাস ধরে ঘুমন্ত। এর কুশীলবরা সম্ভবত অপেক্ষায় আছেন– আবার দল কবে ক্ষমতায় ফিরবে; তখন তারা স্যুট-টাই পরে ইংরেজি ফলাতে ক্যামেরার সামনে হাজির হবেন।
আওয়ামী লীগকে নতুন থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে হবে এবং দেশের ভাষা, সমাজ, রাজনীতি ও কূটনীতি সম্পর্কে ওয়াকিবহাল ও দক্ষ মানুষকে দিয়ে তা সাজাতে হবে।   

৫. দলের অভ্যন্তরীণ দুর্নীতি দূর 
আওয়ামী লীগ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে গত দেড় দশক ধরে বক্তৃতা করলেও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্নীতি সরকারি পর্যায়ে যেমন ছিল, তেমনি দলীয় পদ-পদবি ও কমিটি গঠনেও ছিল। দলীয় কমিটি গঠনে ছিল স্বজনতোষণ-পোষণ ও ঘুষ বাণিজ্য। এসব প্রবণতা বন্ধ করে সবার মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। দলের ভেতরে দুর্নীতির জন্যও দলীয় পর্যায়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু রাজধানীকেন্দ্রিক পরিবারতন্ত্র নয়; জেলায় জেলায় এমনকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যে পরিবারতান্ত্রিক দাপট, সেসব থেকেও দলকে যথাসম্ভব উদ্ধার করতে হবে।  
দলীয় ফোরামে ও বাইরে কে বলল, তার চেয়ে কী বলল, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। নেতাদের তৈলমর্দন আর চামচামি ত্যাগ করে কর্মীদের বক্তব্য দেওয়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এভাবে স্থানীয় পর্যায়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতা তুলে আনতে হবে। সৎ নেতৃত্বকে দল পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দলীয় তহবিল এবং দলীয় সদস্যদের নিয়মিত চাঁদা ও স্বচ্ছ অনুদান প্রথা চালু করতে হবে।  

৬. দলের ভেতরে বিতর্কে উৎসাহ
দলের মধ্যে বিতর্কের চর্চা থাকতে হবে। দ্বিমত পোষণকে উৎসাহিত করার উষ্ণ পরিবেশ থাকতে হবে। এই পরিবেশ নিশ্চিত করা একান্তই নির্ভর করে শীর্ষ নেতৃত্বের ওপর। সাড়ে চার দশকে শেখ হাসিনার মত ও সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তেমন কারও দলের ভেতরে পরিণতি ভালো হয়েছে– এমন কোনো আভাস নেই। এ অবস্থার পরিবর্তন হতে হবে।  
পাশের দেশ ভারতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছিলেন গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী। বিপরীতে প্রার্থী ছিলেন শশী থারুর। শেষতক সভাপতি নির্বাচিত হয়েছেন খাড়গে। তাই বলে দলের ভেতরে নিগৃহীত হননি থারুর। অন্যদিকে রাহুল গান্ধী দলীয় ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেশের এবং দলের দুঃসময়ে সারা ভারতে পদযাত্রা করেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। মানুষ এবং দেশকে বোঝার চেষ্টা করেছেন। শেষতক দলকে মর্যাদাপূর্ণ একটি কাঠামোর ভেতরে ফিরিয়ে আনতে পেরেছেন। 
আওয়ামী লীগের নতুন প্রজন্মের সম্ভাব্য নেতাদের মধ্য থেকে এ রকম একাধিক মুখ তুলে ধরার সুযোগ কাজে লাগানো আওয়ামী লীগে বিদ্যমান শীর্ষ নেতৃত্বের আখেরি দায় এখন।

৭. সামাজিক-সাংস্কৃতিক ভ্রাতৃত্ববোধ 
একটি গণমুখী রাজনৈতিক দলের জন্য কর্মী-সমর্থকই শেষ কথা নয়। এর বাইরেও থাকতে পারে অগণিত শুভাকাঙ্ক্ষী। আওয়ামী লীগকে সেই শুভাকাঙ্ক্ষীদের ভাবনাকেও সম্মান করার ইচ্ছা থাকতে হবে। দম্ভের তুড়ি মেরে এতকাল তা উড়িয়ে দিয়েই এই বিপর্যয়কর অবস্থা ডেকে আনা হয়েছে। ইতিহাস পরিক্রমায় যার যার প্রাপ্য অবদানকে স্বীকার করে নেওয়া ও তুলে ধরার মতো উদারতা প্রয়োজন হবে।  
সারাদেশে অগণিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে ঢালাওভাবে নামকরণ দূরদর্শিতার পরিচায়ক নয়। এ বিষয়ও বিবেচনায় নিতে হবে। টাঙ্গাইল জেলা সদরের মেডিকেল কলেজের নাম কোন যুক্তিতে শেখ হাসিনার নামে রাখা হয়েছিল? এতে কারও জন্যই তা মঙ্গল বয়ে আনেনি। যে জেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ছিলেন। এসব বিষয় দলীয় পর্যায়ে পর্যালোচনা দরকার অতীব গুরুত্বের সঙ্গে।

অতীতে না শুনলেও আওয়ামী লীগকে এবার তরুণ প্রজন্মের কথা শুনতে হবে। প্রান্তিক জনপদের দরিদ্র পরিবারের সন্তান তরুণ থেকে রাজধানীর বড়লোকের সন্তান পর্যন্ত তরুণদের মনের প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে। শুনতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কথা। তারপর ঠিক করতে হবে– দলীয় নীতি ও কর্মসূচি কী হবে। ঠিকাদারিনির্ভর সাংস্কৃতিক সংগঠনের বিকল্প উদ্ভাবন প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনে অন্য দেশের সামাজিক ও সাংস্কৃতিক সমীক্ষার সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। বিশেষত, স্ক্যান্ডিনেভিয়ান দেশ এবং শ্রীলঙ্কার জনকল্যাণমুখী কর্মপরিকল্পনার সঙ্গে। পরিবর্তিত বাস্তবতায় আওয়ামী লীগের প্রয়োজন জাতীয় সংস্কৃতির ম্যানিফেস্টো রচনা করা। এটি হতে পারে সত্যেন সেনের উদীচী ম্যানিফেস্টোর আলোকে।

৮. ঘুরে দাঁড়ানো মানে ক্ষমতা নয় 
উপযুক্ত নেতৃত্ব ও কৌশলে বিপুল কর্মী-সমর্থকপুষ্ট আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতেই পারে। তবে এই ঘুরে দাঁড়ানোর মানে এই নয়– দলটি এক লাফে ক্ষমতায় বসে যাবে। ঘুরে দাঁড়ানোর অর্থ মানুষের কাছে যাওয়া, তাদের আস্থা ফেরানোর কার্যক্রমে শামিল হওয়া ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে দলের অস্তিত্বের জানান দেওয়া। পরিবেশ যদি গণতান্ত্রিক হয়, তাহলে সব বাধা উতরে গণতান্ত্রিকভাবেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এর ব্যত্যয় হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতো গণভিত্তি দলটির আছে; নেতৃত্বের গলদ কাটিয়ে ওঠা সদিচ্ছার ব্যাপার মাত্র। 
আওয়ামী লীগ নেতৃত্ব গত পাঁচ দশকে বারবার ভুল করলেও, সেসব ভুল থেকে শিক্ষা নেয়নি। প্রকারান্তরে কর্তৃত্বপরায়ণ হয়েছে; গোয়েন্দানির্ভর হয়েছে। এবারও যদি ভুল থেকে শিক্ষা না নিতে পারে, আখেরে মুসলিম লীগের পরিণতি হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

আনিসুর রহমান: কবি ও নাট্যকার, সুইডিশ লেখক সংঘের পরিচালনা পরিষদ সদস্য  
anisur.rahman@studieframjandet.se

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত র জন ত ক র জন য পর ব র কর ছ ন পর ব শ র পর ব পর য য় র র জন ন করত দলট র আওয় ম অবস থ সরক র ক ষমত

এছাড়াও পড়ুন:

প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি

প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ জেলার নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনকে ফেসবুকে হুমকি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ হুমকি দেন তিনি।

এ ঘটনায় গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আনোয়ার হোসেন।

ফেসবুক পোস্টে জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেনের দুটি ছবি লাল দাগ দিয়ে ক্রস চিহ্ন দেন মোত্তাসিন। ক্যাপশনে তিনি আনোয়ার হোসেনের উদ্দেশে লিখেছেন, ‘....সত্য লিখুন, না হলে আপনিও ছাড় পাবেন না। ইনকিলাব জিন্দাবাদ।’

মোত্তাসিন বিশ্বাসের পোস্টের পর মন্তব্যের ঘরে আনোয়ার হোসেনকে একাধিক আইডি থেকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। তবে আজ বুধবার বেলা ৩টা ১৬ মিনিটে মোত্তাসিনের আইডি থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর পোস্টটি তাঁর ওয়ালে আবার দেখা যায়। এ হুমকির প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’।

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে মোত্তাসিন বিশ্বাস আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ফেসবুক পোস্টে হলুদ কথাটা লেখা ঠিক হয়নি। এটি গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু অডিটরিয়ামে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেন জামায়াতে ইসলামীর একজন নেতা ও সাবেক সংসদ সদস্য। এ নিয়ে প্রথম আলোয় ‘পুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ খবরের বিষয়ে আপত্তি জানিয়েই এমন পোস্ট করেছেন বলে জানিয়েছেন মোত্তাসিন।

তাৎক্ষণিকভাবে লিখে ফেলেছিলেন, পরে মুছে দিয়েছেন। আনোয়ার হোসেনের করা কোন সংবাদটির বিষয়ে পোস্ট করেছেন, জানতে চাইলে তিনি মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়ার সংবাদটির কথা জানান।

মোত্তাসিন বিশ্বাস আরও বলেন, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন চব্বিশের আন্দোলনে তাঁদের সঙ্গেই ছিলেন। কিন্তু সংবাদটি এভাবে কেন লিখেছেন, তা জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি তাঁদের এড়িয়ে গেছেন। সে জন্যই তিনি ফেসবুকে লিখেছেন।

আনোয়ার হোসেন জিডিতে উল্লেখ করেছেন, স্ট্যাটাসে তাঁর দুটি ছবি ক্রস চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে। ওই পোস্টে মোত্তাসিনের অনুসারীসহ আরও অনেকে খারাপ মন্তব্য করে তাঁকে হুমকি দিয়েছেন। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় জিডি করার কথা জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন। এটি একজন পুলিশ কর্মকর্তাকে তদন্ত করতে দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক আবদুর রাহিম বলেন, এই পোস্ট দেওয়ার পর রাতে তাঁরা এটি নিয়ে সভা করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পোস্টটি ডিলিট করা হবে।

আরও পড়ুনপুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা২৭ এপ্রিল ২০২৫সাংবাদিক সমাজের নিন্দা-প্রতিবাদ

আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার ঘটনায় জরুরি সভা করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ। বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবারের সভায়। অবহিত করার পরবর্তী তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাবতীয় সংবাদ বর্জন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ ও সিটিজেএর নেতা ও সদস্যরা।

সভার পর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে আপত্তিজনক ও হুমকিস্বরূপ বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। যেসব অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থান হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাক্‌স্বাধীনতার অধিকার। একজন পেশাদার সাংবাদিককে নিয়ে ফেসবুকে এমন পোস্ট সেই আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ, যা আমাদের উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত করেছে।’ অবিলম্বে মোত্তাসিন বিশ্বাস তাঁর দেওয়া পোস্টটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।

সম্পর্কিত নিবন্ধ

  • একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা
  • বড় বন্দরে ভারী কাজ করেও চলে না সংসার 
  • নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতির মেয়ে
  • ফরিদপুর জেলা এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ’লীগ সভাপতি মেয়ে
  • ৫০ পেরোনো নারীর খাদ্যাভ্যাস যেমন হতে হবে
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে চীন
  • সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
  • পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের
  • প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি