সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা
Published: 25th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মাহমুদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ শোকসভা ও দোয়া মাহফিল পালন করা হয়।
অনুষ্ঠানে মাহমুদ হোসেনের পরিবারের সদস্যবৃন্দ, সিভিসি ফাইন্যান্সের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ এবং সিভিসি ফাইন্যান্স গ্রুপের (সিভিসি ফাইন্যান্স লিমিটেড, সিভিসি ব্রোকারেজ লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড এবং অন্যান্যদের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভা ও দোয়া মাহফিলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কবি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তোয়াফেল কবীর খান, সিভিসি ফাইনান্সের পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী নাহিদ নাজিয়া, মরহুমের সহধর্মিনী মিসেস আম্বারিন চৌধুরী, প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ মোল্লা এবং সিভিসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্বে) সামি হুদা।
এস এম মাহমুদ হোসেনের নিরলস পরিশ্রম ও সাহসী নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে সিভিসি ফাইন্যান্স লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাঁর রেখে যাওয়া মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আজও বয়ে নিয়ে চলছে।
এসময় অতিথিবৃন্দ তাঁর জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ফ ইন য ন স
এছাড়াও পড়ুন:
২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।
নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।
এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।