কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী দিনে গীতি নৃত্যনাট্য ‘তুষার মালা’ মঞ্চস্থ হয়েছে। গতকাল সোমবার রাত নয়টায় একুশে বইমেলার মঞ্চে নাটকটি পরিবেশন করে কিশোরগঞ্জের নাট্য সংগঠন একতা নাট্যগোষ্ঠী। নাটকটির কাহিনি সংগৃহীত। পরিচালনা করেন মানস কর। নাটকটি দর্শকনন্দিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের নির্বাহী কমিটির সদস্য লেখক অধ্যাপক সুমন রহমান।
‘তুষার মালা’ গীতি নৃত্যনাট্যের গল্পটা রাজকন্যা তুষার মালাকে নিয়ে। মায়ের মৃত্যুর পরে রাজা অনেক দেখেশুনে নতুন মা নিয়ে আসে। নতুন মাকে পেয়ে তুষার মালা ভীষণ খুশি; কিন্তু নতুন রানি তাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। তুষার মালার সৌন্দর্যকে হিংসা করে সে।

নাটকটি পরিবেশন করে কিশোরগঞ্জের নাট্য সংগঠন একতা নাট্যগোষ্ঠী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন টকট

এছাড়াও পড়ুন:

ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ

পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ