ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী, কী আলোচনা হবে
Published: 26th, February 2025 GMT
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ইরান সফরে গেছেন। সফরকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে লাভরভের।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুজনের আলোচনায় রাশিয়া–ইরান সম্পর্কের পাশাপাশি কিছু বর্তমান আন্তর্জাতিক বিষয়ও স্থান পাবে। মন্ত্রণালয় বলেছে, দুজন সিরিয়া ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে ২০১৫ সালে ইরান ও প্রভাবশালী দেশগুলোর মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি নিয়েও আলোচনার কথা রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিলে চুক্তিটি ভেস্তে যায়। ওই সময় ইরানের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ পুনর্বহাল করেন ট্রাম্প।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।