প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার রচিত গান-গ্রন্থ ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খণ্ড প্রকাশিত হলো। এতে রয়েছে ৫০টি গান রচনার পেছনের গল্প ও ২০০ গানের কথামালা। ভাষাচিত্র প্রকাশনীর ১৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি বিকালে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, তাদের দুই সন্তান সরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন।

২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে ‘অল্প কথার গল্প গান’- বইয়ের প্রথম খণ্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশিত হয়। চতুর্থ খণ্ড গত বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়।

আরো পড়ুন:

বইমেলায় ‘ভূতের উপহার’

‘হায়রে, পাগল ভক্ত!’

তার কন্যা ও সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেন, “অল্প কথার গল্প গান’ বইয়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। প্রথম খণ্ড প্রকাশের সময় আব্বু বেঁচে ছিলেন। বেশ ঘটা করেই এর মোড়ক উন্মোচন করেছিলাম। আশা করছি, বইটির পঞ্চম খণ্ডের মাধ্যমে আব্বুর অনেক গানের অজানা কথা পাঠক জানতে পারবেন।”

গাজী মাজহারুল আনোয়ার ৬০ বছরের সংগীত জীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন। বিবিসি’র জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে তিনটি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই ব্যক্তিত্ব।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

সারা দেশে সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮৮

ঢাকাসহ সারা দেশে বিগত সাত দিনে অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২৮৮ জনকে আটক করা হয়।

আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ