সিলেটি নাগরি লিপিতে উইকিপিডিয়া চালু
Published: 27th, February 2025 GMT
সিলেটের সিলেটি নাগরী লিপিতে উইকিপিডিয়ার নতুন এক সংস্করণ যাত্রা শুরু করেছে। সিলেটি ভাষা বাংলাদেশের সিলেট বিভাগ, ভারতের আসামের বরাক ভ্যালি ও ত্রিপুরার উত্তর অংশে বেশি ব্যবহার করা হয়। এ ছাড়া মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ডে অনেক মানুষ সিলেটি ভাষা ব্যবহার করেন।
সিলেটি নাগরি লিপির বিকাশ ১৫ শতকে শুরু হয়। ১৯৭০–এর দশকে বিভিন্ন প্রিন্টিং প্রেসেও ব্যবহার করা হয়েছে ভাষাটি। আর ২০০০–এর দশকে ইউনিকোডে সিলেটি নাগরি লিপি লেখা শুরু হয়। এরপর আলাদা উইকিপিডিয়া হিসেবে ২০১৪ সালের ৫ জুলাই ইনকিউবেটরে এই ভাষা চালু হয়। এরপর যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি সিলেটি নাগরি লিপিতে চালু করা হয়েছে উইকিপিডিয়া।
কম্পিউটারে সিলেটি নাগরি লিপি ভাষায় উইকিপিডিয়া দেখতে সিলেটি ফন্ট ইনস্টল করতে হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে বাংলা উইকিপিডিয়া। এখন পর্যন্ত সিলেটি নাগরি লিপিতে এক হাজারেরও বেশি নিবন্ধ তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে এরই মধ্যে বাংলা ও সাঁওতালি ভাষায় আলাদা উইকিপিডিয়া চালু রয়েছে। সিলেটি নাগরি লিপির উইকিপিডিয়া এই ঠিকানা থেকে ব্যবহার করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর উইক প ড য়
এছাড়াও পড়ুন:
নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।
নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।